IND vs BAN 2022 : ক‍্যাপ্টেন নিজে ফর্মে না থাকলে ড্রেসিংরুমে ঝামেলা বাঁধবে, রোহিত’কে খোঁচা কোহলি’র কোচের

0
46
IND vs BAN 2022 :
IND vs BAN 2022 : "If the captain himself is struggling, there could be chaos in the dressing room" - Virat Kohli's childhood coach on Rohit Sharma's form

IND vs BAN 2022 – ক‍্যাপ্টেন রোহিত শর্মার খারাপ ফর্ম ভারতীয় ক্রিকেট দল’কে সমস্যায় ফেলছে। এমনটাই বললেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

India News Sports কে রাজকুমার শর্মা বলেছেন রোহিতের খারাপ ব‍্যাটিং পারফরম্যান্স তার ক‍্যাপ্টন্সি করার উপর প্রশ্ন তুলবে। টানা খারাপ পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক, এবার নিজের ব‍্যক্তিগত পারফরম্যান্সের উপর জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

যখন খোদ দলের অধিনায়ক খারাপ পারফরম্যান্স দেয়, তখন বিষয়টা প্রভাব ফেলে দলের পারফরম্যান্সের উপর। রাজকুমার বলেছেন,

“রোহিত শর্মার খারাপ ফর্মের জন্যে খারাপ খেলছে ভারতীয় ক্রিকেট দল। তবে এটাই শুধুমাত্র কারণ নয়। আমরা বাদবাকি বেশ কিছু পজিশনেও খারাপ করছি। ভারতকে ম‍্যাচে ভালো শুরুয়াত এনে দেওয়ার জন্য সাদা বলের ক্রিকেটে রোহিতের ভালো খেলাটা খুবই জরুরী। যদি অধিনায়ক নিজেই না খেলতে পারে তাহলে ড্রেসিংরুমে ঝামেলা বাধতে পারে। নিজের ব‍্যাটিং নিয়ে এবার একটু ভাবনা চিন্তা করার সময় এসেছে রোহিত শর্মার। তার ব‍্যাটিং পারফরম্যান্স ফারাক ফেলছে দলের পারফরম্যান্সে।”

বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে প্রথম ওডিআই ম‍্যাচে খেলার মধ্যে দিয়ে ফের জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলা শুরু করেছেন রোহিত শর্মা। ম‍্যাচে শুরুটা ভালো করলেও সেটা পরে কাজে লাগাতে পারেননি, ২৭ রান করে সাকিব আল হাসানের বলে আউট হন।

আরও পড়ুন : IND vs BAN 2022 : দ্বিতীয় ওডিআই তে ভারত জিতবেই, দাবী ওয়াসিম জাফরের

ম‍্যাচে ১৮৬ রানে অল আউট হয়ে গেছিলো ‘মেন ইন ব্লু’। বাংলাদেশ এই জয়ের সুবাদে ১-০ ব‍্যবধানে লিড নিয়েছিলো তিন ম‍্যাচের এই সিরিজে। (IND vs BAN 2022)

একই আলোচনায় প্রাক্তন ভারতের ক্রিকেটার সাবা করিম  বলেছেন সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার ফর্ম প্রভাব ফেলছে, বলেছেন রোহিত যখন ফর্মে থাকে তখন দারুণ খেলে ভারতীয় ক্রিকেট দল। তিনি চান নিজের স্বার্থে, দলের স্বার্থে ভালো খেলুক রোহিত, তিনি বলেছেন,

“রোহিত শর্মার খারাপ ব‌্যাটিং পারফরম্যান্স প্রভাব ফেলছে ভারতের খেলায়। ভারতীয় ক্রিকেট দলের অন‍্যতম সদস্য রোহিত। রোহিত যখন ফর্মে থাকে তখন দারুণ আত্মবিশ্বাস দেখায় ভারতীয় দলকে। রোহিতের নিজেরও বোঝা উচিত ওর ফর্ম প্রভাব ফেলছে ভারতের পারফরম্যান্সে। ফর্মে না থাকার প্রভাব পড়ছে রোহিত শর্মার ক‍্যাপ্টেন্সিতে। যখন কোনও ক্রিকেটার নিজে ফর্মে থাকেনা তখন ঠিকঠাক ক‍্যাপ্টেন্সি করতে পারে না। খুব চাপ তৈরি হয়েছে রোহিতের উপর।”

এবছর সাতটা ওয়ানডে খেলেছিলেন রোহিত শর্মা। ৩৩ গড়ে ১৯৮ রান করেছেন তিনি। বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচ খেলতে নামবে ভারত – বাংলাদেশ।

আরও পড়ুন : FIFA World Cup 2022 : ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন