
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে (IND vs BAN 2022) শাহবাজ আহমেদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে অভিজ্ঞ ভারতীয় উইকেট কিপার – ব্যাটার দীনেশ কার্তিকের। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের মতে আইপিএলে পারফরম্যান্সের মতো আন্তর্জাতিক ক্রিকেটেও সমান পারফরম্যান্স দিতে পারেন শাহবাজ।
চলতি বছর সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই অভিষেক করেছিলেন শাহবাজ, দুই ম্যাচে ৩ উইকেট নেন তিনি। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের বিজয় হাজারে ট্রফিতে পারফরম্যান্স’ও ছিলো চোখে পড়ার মতো। ছয় ম্যাচে ১১ উইকেট নেন, ২২.৭২ গড়ে, ৪.৮৭ ইকনমি রেটে। (IND vs BAN 2022)
Cricbuzz – এর একটি আলোচনায় শাহবাজ আহমেদ’কে “স্পেশাল প্লেয়ার” বলে দাগিয়েছেন কার্তিক। বাংলাদেশ সফরে ৫০ ওভারের ক্রিকেটে তিনি কি করে দেখান এখন সেটা দেখার অপেক্ষায় আছেন এই অভিজ্ঞ ভারতীয় বিশ্বকাপার, বলেছেন, (IND vs BAN 2022)
“আমি শাহবাজ আহমেদের খেলা দেখার জন্যে মুখিয়ে আছি। মিডল অর্ডারে রাহুল কিভাবে মানাতে পারে, কোহলি কি করে সেটাও দেখার বিষয়, কারণ দারুণ একটা বিশ্বকাপ পারফরম্যান্সের পর জাতীয় দলে প্রত্যাবর্তন করছে কোহলি। তবে আমরা বেশি নজর থাকবে শাহবাজের পারফরম্যান্সে, আমার মতে ও স্পেশাল প্লেয়ার। আরসিবির হয়ে ভালো খেলেছে, ভাল খেলেছিলো সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তাই এই ওডিআই সিরিজ ওর পারফরম্যান্সে নজর থাকবে।”
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর টেস্ট (IND vs BAN 2022) ভারত, টেস্টে বাংলাদেশের বাঁ হাতি স্পিনাররা ভারতকে মারাত্মক চাপে ফেলবে বলে মনে করেন কার্তিক। বলেছেন,
“বাংলাদেশে টেস্ট ম্যাচ খেলা মানে বাঁ হাতি স্পিনারদের বাড়তি সুবিধা। বাংলাদেশের বেশ কিছু ভালো বাঁ হাতি স্পিনার আছে। তারা প্রচুর স্পিন আক্রমণ চালাবে সেটা বলাই বাহুল্য, আমাদের ব্যাটার’রা কেমন খেলে, এখন সেটাই দেখার বিষয়।”
#TeamIndia for Bangladesh ODIs: Rohit Sharma(C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, R Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, W Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
— BCCI (@BCCI) November 23, 2022
18 June 2005: Bangladesh beat Australia
— Sportskeeda (@Sportskeeda) June 18, 2015
18 June 2015: Bangladesh beat India #BANvIND pic.twitter.com/AuS5MCcfh5
এখনও অবধি বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান যে ফিরছেন টেস্ট দলে এমনটাই শোনা যাচ্ছে। ২০১৫ সালে ভারতের বাংলাদেশ সফরের টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। (IND vs BAN 2022)
বাংলাদেশের মাঠে খেলা মানে বাংলাদেশি ফ্যানেরা মাঠের পরিবেশ কে একেবারেই ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। যা বাংলাদেশ দলের খেলায় সম্পূর্ণ অন্য একটা মাত্রা জুড়ে দেবে বলেই বিশ্বাস কার্তিকের, তিনি বলেছেন,
“ভারতের তুলনায় বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশ গুলো বাংলাদেশ সফরে গেলে বেশি সাপোর্ট পায়। এরকম আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা দেখা যায়না। এটা দেখেও ভালো লাগে যে ঘরের মাঠে কতোটা জনসমর্থন নিয়ে বাংলাদেশ খেলতে নামবে। আমার খুব ভালো এই ব্যাপারটা, আলাদা মাত্রার উৎসাহ নিয়ে খেলে ওরা, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। বিষয়টা চোখের’ও আরাম।”
প্রসঙ্গত,গত কয়েক বছরে বেশ কিছু ম্যাচে বাংলাদেশ নানান স্মরণীয় সব জয় পেয়েছে। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ Pele : গতরাতেই ছড়িয়েছে মৃত্যু গুজব, এখন কেমন আছেন পেলে ? জানুন বিস্তারিত