IND vs BAN 2022 : সহজ ক‍্যাচ মিস করে বাহানা, চোট পেয়েও নেটপাড়ায় গালি হজম করতে হচ্ছে রোহিত শর্মা’কে

0
27
IND vs BAN 2022 : Excuse for Missing an easy catch, Rohit Sharma has to digest criticism in the social media even after being injured
IND vs BAN 2022 : Excuse for Missing an easy catch, Rohit Sharma has to digest criticism in the social media even after being injured

IND vs BAN 2022 – বুধবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম‍্যাচ খেলাকালীণ আঙুলে চোট পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের বলে ক‍্যাচ নিতে গিয়ে হাতে চোট পান রোহিত। আঙুল কেটে যায় তার। ক‍্যাচ মিস করার হতাশার মাঝে তার আঙুলে রক্ত স্পষ্ট দেখা যাচ্ছিলো। এরপর যন্ত্রণায় ক্লিষ্ট রোহিত’কে দেখা যায় মাঠ ছাড়তে। (IND vs BAN 2022)

এরপর দলের মেডিক্যাল টিম তার চোটের হাল হকিকত দেখার পর রোহিত’কে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্ক‍্যান করে দেখা হবে তার চোটের অবস্থা। (IND vs BAN 2022)

বিসিসিআই থেকে করা ট্যুইটে লেখা হয়েছিল,

“বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম‍্যাচে ফিল্ডিং করা কালীণ আঙুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এইমুহুর্তে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন। চোটের অবস্থা জানতে স্ক‍্যান করতে পাঠানো হয়েছে।”

পরবর্তী সময়ে নেটিজেনরা এ ব‍্যাপারে নিজের ব‍্যক্তিগত মতামত রেখেছেন। কেউ কেউ সহানুভূতি জানিয়েছেন অধিনায়ককে, তো কেউ কেউ এসব কে বাহানা বলে দাগিয়েছেন।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শান্ত’র সাথে কথা কাটাকাটিতে জড়ালেন সিরাজ, দেখুন ভিডিও

এদিন টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, তাদের ভালো খেলতে হবে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে, তার বক্তব্য,

“আমাদের ভালো খেলতে হবে, আশা রাখছি ওদের রুখে দেবো আমরা। ভালো ব্যাট করতে হবে। কালকে ভালো অনুশীলন করেছি। আশা করছি আজ সেই সব পরিকল্পনা গুলো কাজে লাগাতে পারবো।”

এদিন ম‍্যাচে দুটো বদল দেখা গেছে ভারতীয় দলে। আক্সার প‍্যাটেল এবং উমরান মালিক সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ এবং কুলদীপ সেনের বদলে।

India (Playing XI): Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Axar Patel, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj and Umran Malik.

Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Litton Das(c), Anamul Haque, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Nasum Ahmed, Ebadot Hossain and Mustafizur Rahman.

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে 2nd ODI ম‍্যাচে খেলা কালীন গুরুতর চোট পেলেন রোহিত শর্মা, ছুঁটলেন হাসাপাতালে