
IND vs BAN 2022 – বুধবার ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ খেলাকালীণ আঙুলে চোট পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান রোহিত। আঙুল কেটে যায় তার। ক্যাচ মিস করার হতাশার মাঝে তার আঙুলে রক্ত স্পষ্ট দেখা যাচ্ছিলো। এরপর যন্ত্রণায় ক্লিষ্ট রোহিত’কে দেখা যায় মাঠ ছাড়তে। (IND vs BAN 2022)
এরপর দলের মেডিক্যাল টিম তার চোটের হাল হকিকত দেখার পর রোহিত’কে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্ক্যান করে দেখা হবে তার চোটের অবস্থা। (IND vs BAN 2022)
বিসিসিআই থেকে করা ট্যুইটে লেখা হয়েছিল,
“বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করা কালীণ আঙুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এইমুহুর্তে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন। চোটের অবস্থা জানতে স্ক্যান করতে পাঠানো হয়েছে।”
পরবর্তী সময়ে নেটিজেনরা এ ব্যাপারে নিজের ব্যক্তিগত মতামত রেখেছেন। কেউ কেউ সহানুভূতি জানিয়েছেন অধিনায়ককে, তো কেউ কেউ এসব কে বাহানা বলে দাগিয়েছেন।
now kl rahul will captain the inning with one less opener, guess what management(dravid) might send him to open after 50 over of wicket keeping, this match is lost by default now,
— deathSTROKE (@UpAndOverAndSix) December 7, 2022
By far the worst year for him
— Aadvik (@thecoolguy03) December 7, 2022
Injuries, poor form, back to back tournament defeats, etc. Get well soon and get back on the field Rohit 🙏🏻
DROPPED A SIMPLE CATCH. so now natak of injury 🤡🤡🤡pic.twitter.com/tzU1EUHmI1
— Adi (@WintxrfellViz) December 7, 2022
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : শান্ত’র সাথে কথা কাটাকাটিতে জড়ালেন সিরাজ, দেখুন ভিডিও
Why do you make such Injury prone guy as your captain.. Kohli did nothing wrong..now he will skip a series or two while our preparation for WC and ruin our combinations
— Archer (@poserarcher) December 7, 2022
Sack him from Team India immediately 🥱
— Sun🕊 (@iamsunoffi) December 7, 2022
Bring Back #ViratKohli as Captain for ODI & Test.
এদিন টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, তাদের ভালো খেলতে হবে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে, তার বক্তব্য,
“আমাদের ভালো খেলতে হবে, আশা রাখছি ওদের রুখে দেবো আমরা। ভালো ব্যাট করতে হবে। কালকে ভালো অনুশীলন করেছি। আশা করছি আজ সেই সব পরিকল্পনা গুলো কাজে লাগাতে পারবো।”
এদিন ম্যাচে দুটো বদল দেখা গেছে ভারতীয় দলে। আক্সার প্যাটেল এবং উমরান মালিক সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ এবং কুলদীপ সেনের বদলে।
India (Playing XI): Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Axar Patel, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj and Umran Malik.
Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Litton Das(c), Anamul Haque, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Nasum Ahmed, Ebadot Hossain and Mustafizur Rahman.