
IND vs BAN 2022 – টানা ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে যেরকম পারফরম্যান্স দিয়ে এসেছেন অভিমুন্য ইশ্বরণ, তারপর তাকে ভারতের টেস্ট দলে সুযোগ পেতে দেখে খুশি পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানীশ কানেরিয়া।
দানীশ বলেছেন,
“অভিমুন্য ইশ্বরণের সুযোগ পাওয়া উচিত ছিলো টেস্ট দলে। প্রচুর পরিশ্রম করেছে। গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো ক্রিকেট খেলে আসছে।”
এখনও অবধি ৭৮ টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন অভিমুন্য ইশ্বরণ। সেখানে ৪৫.৩৩ গড়ে তিনি করেছেন ৫,৫৭৬ রান। করেছে ১৮ টা সেঞ্চুরি এবং ২৩ টা হাফ সেঞ্চুরি। (IND vs BAN 2022)
সদ্য ভারতের এ’ দলের হয়ে বাংলাদেশের এ দলের বিরুদ্ধে দুই ম্যাচের বেসরকারী টেস্ট সিরিজে দুটো সেঞ্চুরি করেছিলেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলাকালীণ আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা, তার বদলে ওপেনার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সুযোগ হয়েছে তার। (IND vs BAN 2022)
অভিমুন্য, ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে প্রচুর রান করেছিলেন সম্প্রতি। এবার তার টেস্টে অভিষেক হতে পারে, এখন শোনা যাচ্ছে এমনটাই। এর আগে ইংল্যান্ড সফরের স্ট্যান্ড বাই ক্রিকেটারের তালিকায় ছিলেন তিনি। (IND vs BAN 2022)
🔺 Rohit Sharma, Mohammed Shami, Ravindra Jadeja
— Sony Sports Network (@SonySportsNetwk) December 13, 2022
🔻 Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar
Absence of some senior players open doors for the new faces in the team 🇮🇳 squad 🤩
Which player are you most excited to watch? 🤔#BANvIND #TeamIndia pic.twitter.com/REG3fYKhjS
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ম্যাচের সেরার পুরস্কার আলভারেজের পাওয়া উচিত ছিলো, বললেন মেসি
এই মুহূর্তে কে এল রাহুল, শুভমান গিল আছেন ভারতীয় দলে, তাই প্রথম একাদশে ইশ্বরণের জায়গা পাওয়া ভীষণ মুস্কিল, তবে তিনি খেলার সুযোগ পাক বা নাক, দলে সুযোগ পাওয়ার অত্যন্ত দাবী রাখে বলে মনে করেন দীনেশ কার্তিক, Cricbuzz কে কার্তিক বলেছেন,
“ইদানিং সময় বহুবার অভিমন্যু ইশ্বরণের নামটা শোনা গেছে ভারতীয় ক্রিকেট মহলে। সত্যিই ভীষণ ভালো খেলছে ও। ও সুযোগ পাওয়াটা দাবী রাখে। তবে কে এল রাহুল এবং শুভমান গিল ওপেন করবে, তাই ওর প্রথম একাদশে খেলার সুযোগ পাওয়াটা ভীষণ অনিশ্চিত।”
কার্তিক আরও বলেন,
“তবে আমি জোর গলায় বলতে পারি গত কয়েক বছর ধরে এই অভিমুন্য ইশ্বরণ হলেন সেই ক্রিকেটার তিনি টানা জাতীয় দলে জায়গা পাওয়ার দাবীদার। শেষ চার – পাঁচ বছর ধরে বাংলার হয়ে দারুণ ক্রিকেট খেলে আসছে ও। আমি ওর সাথে প্রাক্টিস করেছি, আমি জানি কী ভীষণ কঠিন পরিশ্রম করে। ও এই সুযোগ টা ভীষণ ডিজার্ভ করে।”
India Squad 1st Test : (IND vs BAN 2022)
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Navdeep Saini, Saurabh Kumar, Jaydev Unadkat
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ঋষভ পন্ত টেস্ট ক্রিকেটের জন্যে আদর্শ ক্রিকেটার, মত দানীশ কানেরিয়ার