IND vs BAN 2022 : সিরাজকে ওয়ানডে বিশ্বকাপের দলে দেখতে চান দীনেশ কার্তিক IND vs BAN 2022 – মিরপুরে রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের হারের দিন ৩ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। যখনই ‘মেন ইন ব্লু’র উইকেটের প্রয়োজন ছিলো ম্যাচে, তখনই সিরাজ উইকেট তুলে নিয়ে দারুণ নির্ভরতা এনে দিয়েছিলো। জাতীয় দলের হয়ে ধারাবাহিক ভাবে সিরাজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন দীনেশ কার্তিক।
অভিজ্ঞ এই ভারতীয় ক্রিকেটারের মতে ২০২৩ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ দলে মহম্মদ সিরাজ সুযোগ পাওয়ার দাবী রাখে। Cricbuzz কে তিনি বলেছেন, (IND vs BAN 2022)
“নতুন বলে বরাবর ভালো বোলিং করে সিরাজ, মাঝের ওভার গুলো’তেও দারুণ উইকেট তোলে। আমি নিশ্চিত টিম ম্যানেজমেন্ট ওর উপর নজর রাখছে। বুমরাহ বিশ্বকাপের দলে থাকবেই,কিন্তু বাকি জায়গা গুলো এখনও ফাঁকা। আমার মনে হয় ওয়ানডে বিশ্বকাপের পেস বোলিং দফতরের সুযোগ পাওয়ার অন্যতম দাবিদার সিরাজ।”
ম্যাচের বাংলাদেশের উইকেট কিপার – ব্যাটার মুশফিকুর রহিমের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ঘুরে দাড়ানোর লড়াইয়ে ধাক্কা দেন সিরাজ। ৩৬ ওভারে ১২৮ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের।
কোটার ১০ ওভার বোলিং করে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। সংশ্লিষ্ট ম্যাচে ১ উইকেটে জেতে বাংলাদেশ। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের কাছে হারের পর টিম ইন্ডিয়ায় বড়সড় বদলের দাবী করলেন প্রাক্তন নির্বাচক
Not a result we wanted but will be bounce back for sure 🙏 @BCCI 🇮🇳 pic.twitter.com/RzGHIEDest
— Mohammed Siraj (@mdsirajofficial) December 4, 2022
Mohammad Siraj in ODIs in 2022:
— CricketMAN2 (@ImTanujSingh) December 4, 2022
•Matches – 13
•Wickets – 21
•Average – 22.09
•Economy – 4.33
He is one of the best white ball bowler in the world in this year. pic.twitter.com/chw0LtwHOh
সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল মহম্মদ সিরাজ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভালো ফর্ম জারি ছিলো তার। আলোচনায় এই বিষয় গুলো তুলে ধরেছেন কার্তিক। তিনি বলেন,
“সিরাজ কিন্তু বেশ ধারাবাহিক ভাবে ভালো বোলিং করে আসছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করেছিল। দারুণ ছন্দে আছে। বিশ্বকাপের দলে থাকা পাকা তার, উইকেট নিচ্ছে, গুড লেংথে বোলিং করছে।”
সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ৫ উইকেট নেন সিরাজ। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টি ২০ ম্যাচ ৬ উইকেট নেন। এরমধ্যে এক ম্যাচে ৪ উইকেট।
বুধবার মিরপুরে সিরিজের পরের ওডিআই ম্যাচে খেলতে নামবে ভারত। সিরিজ জিতলে হলে ওই ম্যাচ জিততেই হবে রোহিতদের। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : বাঁ হাতে ব্যাটিং করে ভাইরাল জো রুট, দেখুন ভিডিও