
IND vs BAN 2022 : বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে টানা বেশ কয়েকটি উইকেট হারিয়ে একটা সময় দারুণ সমস্যার মুখোমুখি হয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। দলের এমন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে সেঞ্চুরি করে প্রশংসা করে বাংলাদেশের অলরাউন্ডার মন জয় করে নিলেন সকলের।
প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ৬৯ রানে ৬ উইকেট পড়ে গেছিলো বাংলাদেশের। এরপর মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ মিলে সপ্তম উইকেটে জোড়েন ১৪৮ রান। (IND vs BAN 2022)
৭৭ রান করে আউট হয়ে যান মাহমুদুল্লাহ, তারপরও ব্যাটিং জারি রাখেন মিরাজ। ভারতীয় বোলারদের বিরুদ্ধে ডেথ ওভারে দু্র্দান্ত ব্যাটিং করে ৫০ ওভার শেষে দলের স্কোরকে ২৭১ রানে পৌঁছতে সাহায্য করেন তিনি ৭ উইকেটে। এদিন ৮৩ বলে সেঞ্চুরি পূরণ করেন হাসান মিরাজ। (IND vs BAN 2022)
ওডিআই ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করার নজির গড়লেন মিরাজ এদিন। সোশ্যাল মিডিয়ায় তার ব্যাটিংয়ের দারুণ প্রশংসা হয়েছে এদিন। (IND vs BAN 2022)
Mehidy Hasan is different gravy 🫡!
— Sreekar (@sreek09) December 7, 2022
Ye mehdy hassan achanak se yuvraj singh kaisay ban gaya
— NC (@NurMhmd56) December 7, 2022
Highest ODI Score at No.8
— Hassan Bilal (@hbstats22) December 7, 2022
100* – Mehidy Hasan (Today)
100* – Simi Singh
95* – Sam Curran
95* – Chris Woakes
92 – Coulter-nile#INDvsBAN#odis
MEHIDY HASSAN MIRAZ take a bow,what a time to bring maiden ODI 💯 🙌❤️
— Mohammad Ammar Bin Rashid (@_ahsanammar) December 7, 2022
From 69/6 to 271/7 👏👏 #INDvBAN pic.twitter.com/cWjyQSrvzT
Mehidy Hasan Miraz, Remember the name! 👏
— Fortune Barishal (@readulislamram1) December 7, 2022
Whaaaaat a knock!🔥
💯 off just 83 balls
Our Man⚡
Our Hero🙌#BANvIND pic.twitter.com/auxkGNsGPv
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ২০১৪ সালের পর ওডিআইতে ওপেন করলেন বিরাট কোহলি, ফিরলেন ৫ রান করে
সিরিজের প্রথম ওডিআই ম্যাচে দেশের জয়ের স্বার্থে ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়েছিলেন হাসান মিরাজ। মিরাজের অপরাজিত ৩৮* রানের ইনিংস বাংলাদেশ কে ম্যাচ জেতাতে সাহায্য করেছে।
ফিল্ডিং করা কালীণ আঙুলে চোট লাগায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ওপেন করতে নামেননি এদিন। ওপেন করতে নেমে দ্রুত উইকেট হারান শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। কোহলির(৫) উইকেট তুলে নেন এবাদত হোসেন, আট রান করে ধাওয়ান আউট হয়ে যান মুস্তাফিজুর রহমানের বলে।
সিরিজ জিততে হলে রোহিতদের এই ম্যাচে জিততেই হবে।
India (Playing XI): Rohit Sharma(c), Shikhar Dhawan, Virat Kohli, Shreyas Iyer, KL Rahul(w), Washington Sundar, Axar Patel, Shardul Thakur, Deepak Chahar, Mohammed Siraj and Umran Malik.
Bangladesh (Playing XI): Najmul Hossain Shanto, Litton Das(c), Anamul Haque, Shakib Al Hasan, Mushfiqur Rahim(w), Mahmudullah, Afif Hossain, Mehidy Hasan Miraz, Nasum Ahmed, Ebadot Hossain and Mustafizur Rahman.