
ভারতের (IND vs BAN 2022) বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্যে ১৭ জনের দল ঘোষণা করলো বাংলাদেশ। আগামী ১৪ ই ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
হজে যাওয়ার জন্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিল মুশফিকুর রহিম। তিনি ফিরলেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে, চোট সারিয়ে ফিরলেন তাস্কিন আহমেদ। ভারতের এ দলের বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলার সুবাদে প্রথম বার টেস্ট দলে জায়গা পেলেন জাকির হাসান। (IND vs BAN 2022)
ইতিমধ্যে চলতি ওডিআই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার তারা চাইবেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিততে। ২০১৫ সালে ভারত যখন বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিলো তখন সেই টেস্ট ড্র হয়েছিল। (IND vs BAN 2022)
দুই দল এখনও অবধি ১১ টা টেস্ট ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছিলো ৯ ম্যাচে।ড্র করেছিল ২ ম্যাচে। (IND vs BAN 2022)
বাংলাদেশের (IND vs BAN 2022) টেস্ট পারফরম্যান্স একেবারে ভালো নয়। এবছর একটি টেস্ট ম্যাচ জিতেছিলো বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেটা জানুয়ারি মাসে। সম্প্রতি ঘরের মাঠে ১০ উইকেটে টেস্ট ম্যাচ হেরেছিলো ভারত, এছাড়া সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিলো।
The Bangladesh Cricket Board (BCB) announces the squad for the first Test against India starting at ZACS, Chattogram on 14 December 2022.#BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/inCCqvH0NM
— Bangladesh Cricket (@BCBtigers) December 8, 2022
আরও পড়ুনঃ ISL 2022 : এটিকে মোহনবাগান’কে ভাবাচ্ছে জামশেদপুর এফসি
Post the 🇵🇰 🆚 🏴 game, here's how the World Test Championship points table looks like 🏆
— Cricket.com (@weRcricket) December 5, 2022
🇦🇺 continue to stay on 🔝 with a point percentage of 72.73% 🔥#WTC23 #CricketTwitter #AUSvWI #PAKvENG pic.twitter.com/PlOtUnaXUQ
এইমুহুর্তে বিশ্বটেস্ট চ্যাম্পিয়ান শিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ একেবারে তলানিতে আছে। চলতি টেস্ট সাইকেলে একটি মাত্র টেস্ট জিতেছিলো তারা, একটি ম্যাচ ড্র হয়েছিল।
অন্যদিকে ভারতের এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা আছে। ১২ ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জিতেছে, হেরেছে ৪ টিতে, দুটো টাই। বাংলাদেশের বিরুদ্ধে ২-০ বিরুদ্ধে জয় পেলে টপ টু তে ফিনিসে শেষ করার সম্ভাবনা আছে।
রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশের এ দলের বিরুদ্ধে সেঞ্চুরি করা ভারতের এ দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ তার বদলে দলে ঢুকবেন।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের দল : (IND vs BAN 2022)
Mahmudul Hasan Joy, Najmul Hossain Shanto, Mominul Haque, Yasir Ali, Mushfiqur Rahim, Shakib al Hasan (C), Litton Das, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Taskin Ahmed, Khaled Ahmed, Ebadot Hossain, Shoriful Islam, Zakir Hasan, Rejaur Rahman Raja, Anamul Haque Bijoy