IND vs AUS 2023 : এখনও নিজের সেরাটা দিতে পারেননি কোহলি, দাবী প্রাক্তন পাকিস্তানের অধিনায়কের

0
24
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Virat Kohli's best is yet to come" - Salman Butt on former India captain's batting form

IND vs AUS 2023 – নিজের প্রাইম ফর্ম এখনও ফিরে পাননি বিরাট কোহলি। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট।

এখন গোটা বছর ধরে ক্রিকেট খেলা থাকে, তাই বাটের এখনকার ক্রিকেটারদের উচিত আন্তর্জাতিক ক্রিকেটে সাফলতা পেতে একটি নির্দিষ্ট ফর্ম‍্যাটের উপর ফোকাস করা। (IND vs AUS 2023)

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার আগামী দিন গুলোতে ভালো ক্রিকেট খেলার বিষয় আশাবাদী। এক্ষেত্রে কোহলির সাথে ব‍্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারার মিল খুঁজে পেয়েছেন তিনি। তার বক্তব্য, (IND vs AUS 2023)

“বিরাট কোহলি এখনও নিজের সেরাটা দিতে পারেনি।হ‍্যাঁ ছন্দে ফিরেছে, তবে এখনো ফুল ফ্লোতে আসতে পারেনি। একটা সময় স্বর্ণ যুগ চলেছিলো কোহলির, সেই সময় ও অপ্রতিরোধ্য। কুমার সাঙ্গাকারার কেরিয়ারের শেষের দিকটা দেখুন, অসাধারণ ছিলো। যখন বয়স কম ছিলো তখন ওরকম খেলতো না। এখনকার দিনে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতে হয় ক্রিকেটারদের। তাই স্মার্ট ক্রিকেটারেরা ফর্ম‍্যাট বাছাই করে খেলে। আর এরকম করলে তাদের ক্লাস বজায় থাকে। এখন পুরোপুরি বিষয়টি কোহলির উপর নির্ভর করছে, তবে আমি নিশ্চিত কোহলি তার সেরাটা দেবে।”

গতবছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২* রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে নিজের খারাপ সময় কাটিয়ে উঠেছিলেন কোহলি। এরপর সাদা বলের ক্রিকেটে অসামান্য ব‍্যাট করছেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে খেলতে দেখা যাবে। নাগপুরে ৯ ই ফেব্রুয়ারি থেকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা শুরু হবে।

আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলের লাইন আপ ভীষণ শক্তিশালী, এমনটাই মত সলমন বাটের। এই সিরিজে শুভমান গিল বিশেষ ভূমিকা পালন করবে ভারতের হয়ে। অন‍্যদিকে উসমান খোয়াজা এবং মার্নুস লাবুসানে ভারতের পক্ষে কাজটা কঠিন করতে পারেন, দুজনেই ভালো স্পিন খেলেন।

আরও পড়ুনঃ Vinod Kambli : মত্ত অবস্থায় বউকে মারধর, FIR দায়ের করা হলো বিনোদ কাম্বলির নামে

“দুই দলে একাধিক ‘এক্স ফ‍্যাক্টর’ আছে। ভারতের এক্স ফ‍্যাক্টর শুভমান গিল, ব‍্যাট হাতে যখন তখন খেলা ঘুরিয়ে দিতে পারেন। আবার উল্টোটাও দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা ইদানিং ভালো ব‍্যাট করছেন। পাকিস্তান সফরে ভালো খেলে এসেছে। লাবুসানে স্পিন ভালো খেলেন।”

এই চার ম‍্যাচের টেস্ট সিরিজ রোহিত ব্রিগেডের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এখনো ভারতের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সুযোগ আছে। ইতিমধ্যে ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের জুন মাসে ওভালে খেলা হবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনাল। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Pervez Musharraf : ধোনির লম্বা চুলের প্রশংসা করেছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ, দেখুন ভিডিও