IND vs AUS 2023 : প্রতিপক্ষের বোলারের থেকে সব সময় এক কাঠি এগিয়ে থাকেন কোহলি, বললেন তার ছোটোবেলার কোচ 

0
49
IND vs AUS 2023 Virat Kohli is always one step ahead of the opposition bowlers said Rajkumar Sharma
IND vs AUS 2023 Virat Kohli is always one step ahead of the opposition bowlers said Rajkumar Sharma

IND vs AUS 2023 – বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করলেন তার ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

কোহলির ছোটোবেলার কোচের মতে তিনি যেকোনো টেস্ট সিরিজ শুরুর আগে খুব ভালো ভাবে প্রস্তুতি সেরে রাখেন, কোহলি চেষ্টা করেন প্রতিপক্ষের বোলারের তুলনায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে। রাজকুমারের আশা তার ছাত্র তার ওয়ানডে ফর্মের প্রতিফলন এবার টেস্ট সিরিজেও দেখাবে। (IND vs AUS 2023)

India News কে রাজকুমার শর্মা বলেছেন – (IND vs AUS 2023)

“অস্ট্রেলিয়া’কে কখনও সহজ ভেবে নেওয়া যায়না, বিরাট কোহলি সেটা খুবিই ভালো মতো জানে। ও খুব ভালো খেলছে এমনটা ভিশ‍্যুলাইজ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে খুব ভালো ভাবে প্রস্তুতি সেরে রেখেছে। ও সব সময় প্রতিপক্ষের বোলারদের থেকে এক কাঠি এগিয়ে থাকে, কারণ ও খুব ভালো মতোই জানে বিপক্ষের বোলার ওর বিরুদ্ধে ভীষণ পরিকল্পনা করেই খেলতে নামে। তাই প্রাক্টিসে কোনো ছুট না দিয়ে পুরোপুরি ফোকাস ধরে রাখে।

বিরাট কোহলি ওয়ানডেতে অসামান্য ফর্মে আছেন। আমি আশা রাখছি এবার টেস্টেও একই রকম ফর্মের প্রতিফলন দেখাবে। মিডল অর্ডারে ভীষণ স্টেবিলিটি প্রদান করে। ওর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে।”

খুব সম্প্রতি বিরাট কোহলি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন। এবার ডান হাতি ব‍্যাটার চাইবেন তার টেস্ট সেঞ্চুরির খড়া কাটাতে। ২০১৯ সালে নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ MS Dhoni : ধোনিকে “জীবন্ত কিংবদন্তি” বললেন ক্রিস গেইল 

নাথান লিয়ঁ, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের মতো অসি বোলারদের বিপক্ষে ভালো পারফরম্যান্স দিক বিরাট কোহলি। এমনটাই চান সাবা করিম।‌ তিনি India News কে বলেছেন –

“বিরাট কোহলি একবার সেট হয়ে গেলে তাকে আউট করা খুব মুস্কিল। এটা ভীষণ দেখার মতো একটা বিষয় হতে চলেছে। বেশ কিছু মিনি ব্যাটল দেখা যাবে এই সিরিজে। যেমন ধরুন কোহলি বনাম নাথান লিয়ঁ, কোহলি বনাম মিচেল স্টার্ক, কোহলি বনাম প‍্যাট কামিন্স।” 

কোহলিকে সাতবার আউট করেছেন নাথান লিয়ঁ, পাশাপাশি ৪১০ রান ও দিয়েছিলেন। কামিন্স ৫ বার আউট করেছেন এই দিল্লির ব‍্যাটার’কে, হজম করেছেন ৮২ রান। কোহলি স্টার্কের বিরুদ্ধে ১৯০ রান করেছেন, আউট হয়েছেন তিনবার। সব মিলিয়ে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ টা টেস্ট ম্যাচ খেলেছেন, করেছেন ১৬৮২ রান। আছে সাতটা সেঞ্চুরি।

আরও পড়ুনঃ PSL : দর্শকদের বিশৃঙ্খলার জন্যে বন্ধ হয়ে গেলো পাকিস্তান সুপার লিগের ম‍্যাচ, দেখুন ভিডিও