
IND vs AUS 2023 – নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে পিচ নিয়ে দারুণ বিতর্ক তৈরী হয়েছিলো।
ইতিমধ্যে ম্যাচে অস্ট্রেলিয়াকে কোনঠাসা করে ভারত হারালেও এখনও সেই পিচ বিতর্ক যেনো শেষ হওয়ার নয়। খেলা শেষের পর অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম দাবী জানিয়েছে ম্যাচ চলাকালীন একদিন অস্ট্রেলিয়া প্রাক্টিস বাতিল করেছিলো কারণ পিচ এতোটাই ভেজা ছিলো যে প্রাক্টিস করার মতো ছিলোনা। সেই রিপোর্টে দাবী করা হয়েছে প্যাট কামিন্সরা পিচ কিউরেটরদের অনুরোধ করেছিলো পিচে জল না দিতে, কারণ তারা প্রস্তুতি নেবে কিন্তু তাদের কথা শোনা হয়নি বলেই অভিযোগ।
প্রসঙ্গচ, শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম্যাচে (IND vs AUS 2023) অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া।
A splendid five-wicket haul in the second innings from @ashwinravi99 inspires #TeamIndia to a comprehensive victory in the first #INDvAUS Test 🙌🏻
— BCCI (@BCCI) February 11, 2023
Scorecard ▶️ https://t.co/SwTGoyHfZx…#INDvAUS | @mastercardindia pic.twitter.com/wvecdm80k1
আরও পড়ুনঃ Babar Azam : পাক ক্যাপ্টেন বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিলেন সতীর্থ হাসান আলী
প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল (IND vs AUS 2023)। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)
হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তিন দিন ও টিকলো না। গোটা ম্যাচে একটুও রা কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।
আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS 2023)। ভারত সেই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।
আরও পড়ুনঃ Ind vs Pak : জেমিমাহ, রিচার দুরন্ত পারফরম্যান্স, পাকিস্তানকে ওড়ালো ভারত