IND vs AUS 2023 : অশ্বিন আতঙ্ক ঘুরছে অসি শিবিরে

0
52
IND vs AUS 2023 : The first match of the India-Australia Test series starts in a week
IND vs AUS 2023 : The first match of the India-Australia Test series starts in a week

IND vs AUS 2023 – আর সপ্তাহ খানেক বাকি শুরু হচ্ছে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ। ইতিমধ্যে এই ম‍্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। এর পরের তিন ম‍্যাচ আয়োজিত হবে যথাক্রমে – দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে।

ইতিমধ্যে দুই দেশ প্রস্তুতি চালাচ্ছে এই সিরিজের। ভারত প্রাক্টিস চালাচ্ছে নাগপুরে, অস্ট্রেলিয়া প্রস্তুতি চালাচ্ছে নাগপুরে। রবিচন্দ্রন অশ্বিনের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি চালাচ্ছে অসিরা। একজন বিশেষ স্পিনার নিযুক্ত করা হয়েছে অসিরা অশ্বিনকে মোকাবেলা করার জন্য। (IND vs AUS 2023)

অশ্বিনকে নিয়ে অসিদের মধ্যে এই ভয় দেখে ভীষণ উপভোগ করেছেন ওয়াসিম জাফর। তিনি ট‍্যুইট করেছেন, সেখানে তিনি লিখেছেন, (IND vs AUS 2023)

“পাঁচদিনের টেস্ট শুরু হতে দিন পাঁচেক বাকি, তার আগের থেকে অস্ট্রেলিয়ার মাথায় অশ্বিনের কথা ঘুরছে।” (IND vs AUS 2023)

এদিকে, আসন্ন সিরিজে মোটেই জয়ের জন্য ফেবারিট নয় অস্ট্রেলিয়া। মার্নুস লাবুসানে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারেরা আছে এবারে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলটায়। তবে করিম ব‍্যাক্ষা দিয়েছেন অসি দলের অধিকাংশ ক্রিকেটার নিজেদের সেরা ছন্দে নেই। India News কে দেওয়া একটা সাক্ষাৎকারে করিম বলেছেন, (IND vs AUS 2023)

“২০০১ সালে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলের সাথে যদি এই দলটার তুলনা করা হয়, তাহলে সেটাকে সংবাদ মাধ‍্যমের তৈরী করা হাইপ এছাড়া ওদেশের প্রাক্তন ক্রিকেটারদের ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। সেই বার চ‍্যাম্পিয়ান দল ছিলো অস্ট্রেলিয়া, আর এই দলটার অধিকাংশ ক্রিকেটার ফর্ম খুঁজে পেতে মরিয়া, স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড ছাড়া। ওদের খুব বেশি একটা ক্রিকেটার নেই এইমুহুর্তে যারা ফর্মে আছে বলা যায়।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কোহলি নন, তাহলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী টেস্ট কে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, জানুন বিস্তারিত

অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবা করিম, এই মুহূর্তে অসি দলে চার জন চারজন স্পিনার থাকলেও নাথান লিয়ঁ ছাড়া আর বাকীদের মান নিয়ে প্রশ্ন আছে করিমের মতে, তিনি বলেছেন, (IND vs AUS 2023)

“অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খুবই শক্তিশালী, সেই বিষয় আমার মনে কোনও সন্দেহ নেই, কিন্তু ওদের দলে মাত্র একজন কোয়ালিটি স্পিনার আছেন, তিনি হলেন নাথান লিয়ঁ, একঝাঁক স্পিনার নিয়ে এলেই যে ভারতের মাঠে সাফলতা পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বড়ো বড়ো স্পেল করতে হবে। তবে এই অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণ খুব একটা ধাঁরালো নয়।”

আরও পড়ুনঃ Pathaan : পাঠানের বক্স অফিস ইনকাম কি ১০০০ কোটি ছাড়াবে ? ভাইরাল হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের ট‍্যুইট