IND vs AUS 2023 – আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট দলে সূর্য কুমার যাদবের সুযোগ পাওয়াটা প্রাপ্য ছিলো বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। রাজ্য দলের সতীর্থ সরফরাজ খানের বদলে ভারতের লাল বলের ক্রিকেট দলে খেলার সুযোগ হয়েছে সূর্য কুমার যাদবের।
একদিকে ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ছন্দে আছেন সরফরাজ খান, এমন সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে সরফরাজের মতো ইনফর্ম ক্রিকেটারের বদলে সূর্য কুমার যাদবকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পরবর্তী সময়ে সরফরাজ জোড়ালো প্রতিবাদ জানিয়েছিলো একটা অসামান্য সেঞ্চুরি করার মধ্যে দিয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন একটা অবিশ্বাস্য ছন্দে আছেন সরফরাজ। (IND vs AUS 2023)
সম্প্রতি Viacom 18 এ একটি ক্রিকেট কেন্দ্রীক আলোচনায় আকাশ চোপড়াকে প্রজ্ঞান ওঝা বলেন, ২০১৬ সালের অনূর্ধ ১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্য সরফরাজ খান খুব শীঘ্রই সুযোগ পাবেন জাতীয় দলে,
“এই মুহুর্তে যে ছন্দে আছেন সরফরাজ খান, তাতে স্বাভাবিক ভাবেই সে সুযোগ না পেলে প্রশ্ন উঠতে বাধ্য, তবে আমি নিশ্চিত ও সুযোগ পাবেই।তবে এখন সূর্য কুমার যাদব’ই ভারতের টেস্ট দলে স্থান পাওয়ার দাবী রাখে।”
Ranji Trophy: Suryakumar Yadav smashes 80-ball 90 against Hyderabad Returning to first-class cricket after almost three years, Suryakumar Yadav fired an 80-ball 90 against Hyderabad in on Day 1 of Group B Ranji Trophy match. Skipper Ajinkya Rahane an pic.twitter.com/JCzehSFs14
— Scott Dawson (@ScottDa24620075) December 23, 2022
বর্তমানে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার সূর্য কুমার যাদব।গতবছর ভারত যখন বাংলাদেশ সফরে ছিলো, তখন সূর্য কুমার যাদবকে দেখা গেছে রঞ্জি ট্রফিতে খেলতে। সেখানেও বেশ ছন্দে ব্যাট করেছিলেন সূর্য কুমার যাদব, তিন ইনিংসে দুটো নব্বইয়ের ঘরের ইনিংস খেলেছিলেন। তবে তার আগে বেশ দীর্ঘ সময়ের জন্যে সূর্য কুমার যাদবকে লাল বলের ক্রিকেট খেলতে দেখা যায়নি। (IND vs AUS 2023)
India vs Australia Test India Squad Players 2023 – Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.
আরও পড়ুনঃ Mohammed Siraj : ওয়ানডেতে বিশ্বের এক নম্বর বোলার এখন মহম্মদ সিরাজ