
IND vs AUS 2023 – তার সদ্য মুক্তি পাওয়া ছবি ” পাঠান ” এর টাইটেল ট্রাকে পা দুলিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা।
নাগপুরে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ঘটনা। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার অপেক্ষায় ছিলো গোটা ভারতীয় দল। ওই সময় বাউন্ডারি লাইনে টিম হাডলের জন্য দাড়িয়েছিলো টিম ইন্ডিয়া। এর মাঝে আচমকা মজার ছলে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা মিলে ” ঝুমে জো পাঠান ” গানে বিখ্যাত ডান্স স্টেপে কোমর দোলান। শাহরুখ খানের বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দেওয়া সেই ছবির জনপ্রিয় গানে কোহলিদের সেই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছিলো।
বিষয়টি নজরে এসেছিলো কিং খানের। এতোদিন এবিষয় কোনও মন্তব্য না করলেও অবশেষে এবার নিরাবতা ভাঙলেন কিংখান। ইদানিং ট্যুইটারে ফ্যানেদের প্রশ্ন উত্তর দেওয়ার আব্দার মেটাচ্ছিলেন শাহরুখ। সেখানে তাকে কোহলি, জাদেজাদের ড্যান্স স্টেপের ব্যাপারে জানতে চাওয়া হলে শাহরুখ বলেছেন ক্রিকেটারেরা তার থেকে ভালো নেচেছেন তিনি তাদের থেকে নাচের স্টেপটা শিখতে চান। (IND vs AUS 2023)
ওই জনৈক ট্যুইটার ইউজারের করা প্রশ্নের জবাবে শাহরুখ খান ট্যুইট বলেছেন,
“ওরা দুজনে আমার থেকে খুব ভালো করেছে। আমি বিরাট এবং জাদেজার থেকে শিখতে চাই।” (IND vs AUS 2023)
They are doing it better than me!! Will have to learn it from Virat And Jadeja!!! https://t.co/q1aCmZByDu
— Shah Rukh Khan (@iamsrk) February 14, 2023
আরও পড়ুনঃ Gary Kirsten : আমি ভারতীয় দলে যোগ দেওয়ায় খুশি হননি সচিন, ভারতীয় দলের সাথে তার প্রথম অভিজ্ঞতার কথা জানালেন গ্যারি কার্স্টেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল এবং জনপ্রিয় এক দল কলকাতা নাইট রাইডার্স। ২০০৮ সালের আইপিএলের জন্মলগ্ন থেকে কেকেআরের সাথে জড়িত শাহরুখ খান। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক লিগ টি টোয়েন্টিতে তার নাইট রাইডার্স ব্রান্ডের দল আছে।
নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় স্পিনারদের দাপট ছিলো অব্যাহত। এই টেস্টে রবীন্দ্র জাদেজার পারফরম্যান্স ছিলো মনে রাখার মতো। হাঁটুর চোট সারিয়ে প্রত্যাবর্তন করার পর জাতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, এই ম্যাচে। (IND vs AUS 2023)
ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। এরপর ব্যাট হাতে ৭০ রান করেছিলেন এই তারকা ভারতীয় অলরাউন্ডার। দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নিয়েছিলেন তিনি। এমন অলরাউন্ড পারফরম্যান্স দেওয়ার জন্য ” ম্যাচের সেরা ” নির্বাচিত হয়েছিলেন জাড্ডু।
অন্যদিকে কোহলির এই ম্যাচটা একেবারে ভালো যায়নি। অভিষেককারী অসি স্পিনার টড মার্ফির বলে ১২ রানে আউট হয়ে যান তিনি। বেশ কিছু ক্যাচ’ও মিস করেছিলেন তিনি। শুক্রবার, ১৭ ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। (IND vs AUS 2023)
আরও পড়ুনঃ Valentines Day : সৌরভ, রাজাদের সাথে তোলা ছবি পোস্ট করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন আম্পয়ারের !