
আগামী বৃহস্পতিবার আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম ম্যাচে (IND vs AUS 2023) একে অপরের মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। গোটা ক্রিকেট বিশ্বের নজর এখন সেই দিকেই।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াই দেখতে মরীয়া সকলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে জিততেই হবে ভারতকে। যথারীতি চরম উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মধ্যে। আগামী ৯ ই ফেব্রুয়ারি এই দুই দেশের মাঠে নামার অপেক্ষায় প্রত্যেকে। (IND vs AUS 2023)
বর্তমানে বিস্তর কাটা ছেঁড়া করা হচ্ছে দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে। প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের মতামত সামনে রেখেছেন বুহুবার। অস্ট্রেলিয়া দল ভারতীয় স্পিনের বিরুদ্ধে লড়াই করার জন্য খুঁজে নিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের বিকল্প। নেট বোলার হিসাবে থাকা ভারতের মহেশ পিথিয়ার সঙ্গে অশ্বিনের মিল পেয়েছে অজি দল। পিথিয়াকে সামনে রেখেই অশ্বিনের বিরুদ্ধে খেলার পরিকল্পনা সারছেন ডেভিড ওয়ার্নাররা। (IND vs AUS 2023)
এদিকে পিছিয়ে নেই ভারতও। নেটে নেমে পড়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। চোট সারিয়ে উঠে ফুরফুরে মেজাজে রবীন্দ্র জাদেজাও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান দলের অংশ স্টিভ স্মিথ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন,
“যদি আমরা ভারতের বিরুদ্ধে সিরিজ জিততে পারি তাহলে তা অ্যাসেজ জেতার থেকেও বড় হবে।”
স্মিথের সুরেই সুর মিলিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। তিনিও অ্যাসেজের থেকে এই সিরিজকে এগিয়ে রেখেছেন। এদিকে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, (IND vs AUS 2023)
“এই সিরিজ এতটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিতে হলে জিততেই হবে।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগে কামিন্স’দের বিশেষ পরামর্শ দিলেন অজি প্রাক্তনী
What’s tougher: An India tour, or away Ashes series?
— cricket.com.au (@cricketcomau) February 6, 2023
The Aussie Test stars have their say #INDvAUS pic.twitter.com/ljF0II6LBo
প্রাক্তন অধিনায়কের এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজটি। তবে আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে টেস্ট শুরু হওয়ার আগে চাপে রয়েছে দুই দলই। চোট আঘাত সমস্যায় জর্জরিত তারা। অনেক আগেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্ত। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন ইশান কিষাণ ও কেএস ভরত।
উইকেটের পিছনে ভারতের হয়ে কে দায়িত্ব সামলাবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। পিঠের চোটের জন্য প্রথম দুই ম্যাচে নেই বুমরাহ। জাদেজা চোট সারিয়ে দলে ফিরলেও প্রথম একাদশে থাকতে পারবেন কিনা তা আলোচ্য বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে গোড়ালির চোটের জন্য অস্ট্রেলিয়া টিম থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড। ডেভিড ওয়ার্নারের ফর্ম চিন্তায় রেখেছে অজি শিবিরকে। (IND vs AUS 2023)