IND vs AUS 2023 : টেস্টে রোহিতের ঘনঘন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জয় মাঞ্জেরেকার

0
17
IND vs AUS 2023 Sanjay Manjrekar raised questions about Rohit Sharma's frequent absence in Tests
IND vs AUS 2023 Sanjay Manjrekar raised questions about Rohit Sharma's frequent absence in Tests

IND vs AUS 2023 – প্রসঙ্গ যখন টেস্ট ক্রিকেটের, তখন ম‍্যাচ প্রাক্টিস এবং ম‍্যাচ ফিটনেস নিয়ে একটু যত্নশীল হওয়ার প্রয়োজন আছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। এমনটাই মনে প্রাক্তন ভারতীয় ব‍্যাটার সঞ্জয় বাঙ্গার। ২০২২ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রোহিত।

এরপর কোভিড হওয়ার জেরে গতবছর ইংল্যান্ডের বিপক্ষে রিশিডিউলড টেস্ট ম্যাচ খেলেননি। আঙুলে চোট পাওয়ায় খেলতে পারেননি বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Rishabh Pant : সেরে উঠছেন পন্ত, করলেন বিশেষ ইনস্টাগ্রাম পোস্ট !

রোহিত ধারাবাহিক ভাবে টেস্ট খেললে আখেরে লাভ হবে ভারতের টেস্ট দলের, নিরাপত্তা পাবে দলের টপ অর্ডার, এমনটাই মত সঞ্জয় মাঞ্জেরেকারের। ESPNCricinfo কে তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“রোহিত শর্মা শেষ পুরোপুরি একটা টেস্ট সিরিজ খেলেছিলো ইংল‍্যান্ডে এবং সেখানে দারুণ খেলেছিলো। এরপর দীর্ঘ সময় বাদে টেস্ট দলে ফিরলো তার কারণ ম‍্যাচ প্রাক্টিস এবং ম‍্যাচ ফিটনেস।

তবে ওর যা টেকনিক এবং ম‍্যাচ ফিটনেস এই বয়সে আছে সেটা দেখে ভালো লাগছে। তাড়াতাড়ি এই গ‍্যাপ টা কমাতে পারলে প্রাক্টিসের মধ্যে দিয়ে, তাহলে ভারতের টপ অর্ডার আরও শক্তিশালী হবে।”

রোহিত শর্মার ভারতের মাটিতে টেস্টে রেকর্ড বেশ ভালো। বছর দুয়েক আগে চেন্নাইয়ে র‍্যাঙ্ক টার্নার পিচে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জ্বলে উঠুক রোহিতের ব্যাট, এমনটাই চাইছেন তার ফ‍্যানেরা।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অসি বধের আগে ফটো সেশনে চনমনে মেজাজ রোহিত, কোহলিরা, দেখুন ভিডিও