
IND vs AUS 2023 – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ভারতের দুই অভিজ্ঞ তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট সেভাব এখনও সফল হতে পারেনি। ব্যক্তিগত কারণে মুম্বাইয়ে সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলতে পারেননি, তবে দ্বিতীয় ওয়ানডেতে তিনি মাত্র ১৩ রান করে আউট হয়ে যান।
অন্যদিকে দুই ম্যাচেই এলবিডব্লিউ আউট হয়েছেন বিরাট কোহলি। প্রথম ওয়ানডেতে তিনি ৪ রান এবং দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রান করেন। সূর্যকুমার যাদব ও শুভমন গিলও আশানুরূপ পারফর্ম করতে পারেননি। (IND vs AUS 2023)
অতীতে ওয়ানডেতে অনেক ব্যক্তিগত রেকর্ড ভেঙেছেন রোহিত ও কোহলি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তাদের সঙ্গী হিসেবে বড় কীর্তি অর্জনের সুযোগ থাকবে। (IND vs AUS 2023)
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে ব্যাটিং জুটি হিসেবে বিশ্ব রেকর্ড গড়ার দারুণ সুযোগ থাকবে রোহিত ও কোহলির সামনে। ওয়ানডেতে দ্রুততম জুটি হিসেবে ৫০০০ রান করতে রোহিত শর্মা ও বিরাট কোহলির প্রয়োজন মাত্র দুই রান। জুটি হিসেবে তারা ৮৫ ইনিংসে ৬২.৪৭ গড়ে ৪৯৯৮ রান করেছেন এখনও অবধি। ওডিআই ক্রিকেটের ইতিহাসে তারাই প্রথম জুটি, যারা ৬০-এর বেশি গড়ে চার হাজারের বেশি রান করেছেন। একই সঙ্গে তাদের ১৮ টি শতকের পার্টনারশিপও রয়েছে।
আরও পড়ুনঃ WPL 2023 : থামল মুম্বাইয়ের বিজয়রথ, ইউপি’র কাছে ৫ উইকেটে হারলো হরমনপ্রীত’রা
বুধবার তৃতীয় ওয়ানডেতে যদি এই জুটি দুই রান করতে সক্ষম হন, তবে তারা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্সকে টপকে যাবেন। যারা বর্তমানে ৯৭ টি ইনিংসে দ্রুততম ৫০০০ ওয়ানডে রানের রেকর্ড নিজেদের দখলে রেখেছেন। এই তালিকায় ম্যাথু হেডেন ও অ্যাডাম গিলক্রিস্টের জুটি ১০৪ টি ইনিংসে এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা’র জুটি ১০৫ টি ইনিংসে এই কীর্তি অর্জন করেছিলেন। (IND vs AUS 2023)
মজার বিষয় হল, রোহিতও এই তালিকায় অন্য আর এক ক্রিকেটারের সঙ্গে রয়েছেন। বর্তমান দ্রুততম ভারতীয় জুটি হিসাবে ওয়ানডেতে ৫০০০ রান করেছেন রোহিত ও ধাওয়ান জুটি। শিখর ধাওয়ানের সঙ্গে ১১২ টি ইনিংসে এই কীর্তিটি করেছিলেন রোহিত শর্মা।
ওপেনিং ছাড়াই ৫ হাজার রান পূর্ণ করা প্রথম জুটি হবেন রোহিত ও কোহলি। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানডেতে জুটি হিসেবে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড গড়েছেন। ১৭৬টি ইনিংসে তাদের জুটিতে এসেছে ৮২২৭ রান। (IND vs AUS 2023)
আরও পড়ুনঃ IPL 2023 : স্টোকস নয়, বরং ধোনি’র পরে চেন্নাইয়ের দায়িত্ব সামলাতে পারেন কে তা জানালেন সুরেশ রায়না