
IND vs AUS 2023 – আসন্ন বর্ডার – গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টে জসপ্রীত বুমরাহ কে খেলতে দেখতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসের থেকে প্রতিযোগীতা মূলক ক্রিকেট খেলেননি জসপ্রীত বুমরাহ। এখন দেশের হয়ে প্রত্যাবর্তন করার অপেক্ষায় আছেন জসপ্রীত বুমরাহ।
এ মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জসপ্রীত বুমরাহকে নেওয়া হয়েছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ খেলা শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেন তারা জসপ্রীত বুমরাহ কে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চায়না, তাই তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেওয়া হলো। (IND vs AUS 2023)
আহমেদাবাদের এই পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচের দলেও রাখা হয়নি। আগামী ৯-১৩ ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে নাগপুরে, ১৭-২১ শে ফেব্রুয়ারি জুড়ে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে দিল্লিতে। (IND vs AUS 2023)
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের খেলা শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে জানতে চাওয়া হয় আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ’কে আদৌও কোনও ম্যাচে খেলতে দেখা যাবে কিনা, জবাবে ভারত অধিনায়ক বলেন, (IND vs AUS 2023)
“এখনো বুমরাহ’র খেলার বিষয় পুরোপুরি নিশ্চিত নই আমি। আশা রাখছি সিরিজের শেষ দুই টেস্টে ও খেলবে। পিঠের চোট সব সময় খুব ক্রিটিক্যাল হয়, তাই আমরা ওকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পরেও আমাদের আরো অনেক সিরিজ খেলতে হবে।”
রোহিত আরও বলেন,
“আমরা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিও এবং ডাক্তার দের সাথে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি বুমরাহর বিষয় আপডেট পেতে। মেডিক্যাল টিম ওর সুস্থ হয়ে উঠতে যতো সময়ের প্রয়োজন আছে, ততটাই দেবেন বলে মনোস্থির করেছেন।”
2023 is going to be Jasprit Bumrah’s year 🤩✅#CricketTwitter #india pic.twitter.com/8UunKYyozC
— Sportskeeda (@Sportskeeda) January 3, 2023
২০২২ সালের জুলাই মাসে, ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্নায়ক ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি জসপ্রীত বুমরাহ, ব্যাক স্পাসমের জন্যে। গতবছর জুলাই – আগষ্ট মাসে ওয়েস্ট ইন্ডিজে সাদা বলের সফরে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছিল এই ফাস্ট বোলারকে।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : শুভমানের বেধড়ক মার দেখে অবাক রোহিত, ভাইরাল ভিডিও
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও বুমরাহর পিঠের সমস্যা সারেনি। এর ফলে ২০২২ সালের আগষ্ট – সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে খেলতে পারেনি বুমরাহ।
এরপর সেপ্টেম্বর মাসের শেষের দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বুমরাহ জাতীয় দলে ফেরেন। দুটো ম্যাচ খেলে। সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর ঠিক আগে, বুমরাহর স্ট্রেস ফ্যাকচার হয়। এর ফলে সেই সিরিজ মিস করেন তিনি।
৩ রা অক্টোবর ২০২২ সালে জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত ২০২২ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরকারি ভাবে ছিটকে যান। বিস্তর আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। তারপর থেকে কোনও আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেননি তিনি।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রান দেওয়ার সেঞ্চুরি, লজ্জার নজির গড়লেন নিউজিল্যান্ডের ডাফি