IND vs AUS 2023 : বর্ডার-গাভাস্কার ট্রফি’র আগে ফিটনেস ফিরে পেতে রঞ্জি ট্রফি’তে খেলবেন জাদেজা 

0
13
IND vs AUS 2023 : Ravindra Jadeja Set To Feature In Ranji Trophy To Regain Match Fitness Ahead Of Border-Gavaskar Trophy : Report
IND vs AUS 2023 : Ravindra Jadeja Set To Feature In Ranji Trophy To Regain Match Fitness Ahead Of Border-Gavaskar Trophy : Report

দীর্ঘ কয়েক মাস পর অস্ট্রেলিয়া’র বিপক্ষে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি’র (IND vs AUS 2023) মধ্যে দিয়ে আবারও ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে নিজেকে পুরোপুরি ফিট করতে জাদেজা চলতি রঞ্জি ট্রফি’তে অংশ নিতে চলেছেন।

সদ্য প্রকাশিত ইএসপিএনক্রিকইনফো’র একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতীয় এই অলরাউন্ডার সৌরাষ্ট্রের শেষ ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম শ্রেণীর টুর্নামেন্টে খেলবেন, যা মঙ্গলবার অর্থাৎ আগামী ২৪ শে জানুয়ারী চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে। (IND vs AUS 2023)

প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিরুদ্ধে ভারতের এশিয়া কাপ ম্যাচের পর থেকে জাদেজা কোনো ধরনের ক্রিকেট খেলেননি। চোটের জন্য তিনি সেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এরপর তার ডান হাঁটু’তে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে জাদেজা ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমি’তে (এনসিএ) ফিটনেস পরীক্ষার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

গত শুক্রবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। সেই দলে জাদেজা’কে অন্তর্ভুক্ত করা হলেও, ফিটনেস সাপেক্ষে তার নির্বাচন করা হয়েছে। এছাড়া জানা গেছে যে এনসিএ জাদেজা’কে খেলার জন্য উপযুক্ত ঘোষণা করলেই, তাকে টেস্ট খেলার অনুমতি দেওয়া হবে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Rishabh Pant : চলতি বছরের প্রায় পুরোটাই মাঠের বাইরে থাকতে চলেছেন পন্ত, জানুন বিস্তারিত

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামী ৯ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ভারত ও অস্ট্রেলিয়া’র মধ্যেকার উদ্বোধনী টেস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার, ১৭ ই ফেব্রুয়ারি থেকে নয়াদিল্লি’র অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। 

India Test Squad for first 2 Tests : (IND vs AUS 2023)

Rohit Sharma (C), KL Rahul (vc), Shubman Gill, C Pujara, V Kohli, S Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja (Subject to fitness), Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav

আরও পড়ুনঃ Sarfaraz Khan : জাতীয় দলে সুযোগ না পেয়ে নির্বাচক’দের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করলেন সরফরাজ