
IND vs AUS 2023 – শুধুমাত্র টেস্ট বোলারের গন্ডিতে আটকে রাখা যাবেনা রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারকে। বরং এই অফস্পিনারকে ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনারের তকমা দিলেন আকাশ চোপড়া।
সদ্য সমাপ্ত নাগপুর টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস চলাকালীন একাই ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ফলে ৯১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ হেরেছিলো এক ইনিংস এবং ১৩২ রানে। (IND vs AUS 2023)
নিজের YouTube চ্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া বলেছেন ভারতের সর্বকালের সেরা টেস্ট ম্যাচ উইনারদের তালিকায় অনিল কুম্বলের পরেই থাকবে রবিচন্দ্রন অশ্বিনের নাম। তিনি বলেছেন –
“ইতিমধ্যে ৪৫০ উইকেট তুলে নিয়েছেন অশ্বিন, কিন্তু আমরা ব্যাপারটা নিয়ে তেমন একটা আলোচনা করছি না। আসলে টেস্টে রোহিত শর্মা যেমন টেস্ট ওপেনার, তেমনই রবিচন্দ্রন অশ্বিন একজন টেস্ট বোলার। অশ্বিন ভারতের অন্যতম সেরা একজন ম্যাচ উইনার। প্রথমে বলবো অনিল কুম্বলে, আর তার পরেই বলবো রবিচন্দ্রন অশ্বিনের।”
Ravichandran Ashwin is the only Asian cricketer to have 3000 runs and 450 wickets in Test history.
— Johns. (@CricCrazyJohns) February 9, 2023
অধিকাংশ ক্রিকেটার বলে থাকেন অশ্বিনের যাবতীয় সাফল্য স্পিন সহায়ক পিচেই। কিন্তু এক্ষেত্রে আকাশ চোপড়ার বক্তব্য অমন পিচে বোলিং করার বিষয় বাকি স্পিনারদের তুলনায় অনেকটাই এগিয়ে অশ্বিন, আকাশের মত –
“অধিকাংশ ক্রিকেটার বলেন এমন পিচ খুবই খারাপ, এখানে বল করলেই উইকেট মিলবে। তবে আমার মতে সবাই উইকেট পায়না। চার – পাঁচজন স্পিনার খেলেছে নাগপুরের ম্যাচে, কিন্তু সবচেয়ে বেশী উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।”
নাগপুরে দুই ইনিংস (IND vs AUS 2023) মিলিয়ে মোট ৮ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজা ৭ উইকেট নিয়েছিলেন, এরমধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন।
আরও পড়ুনঃ WPL 2023 : চিনে নিন আজকের মহিলাদের আইপিএলের নিলামের অকশনার মল্লিকা সাগরকে
ম্যাচে অস্ট্রেলিয়ার রক্ষণাত্মক মানসিকতায় ব্যাট করার ব্যাপারটাও একটা বিশেষ ভূমিকা পালন করেছে অশ্বিনের উইকেট তোলার ক্ষেত্রে। এমনটাই মনে করেন আকাশ। তার বক্তব্য –
“অশ্বিন জানে কিভাবে উইকেট নিতে হয় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে। বিশ্বের যেকোনো ব্যাটার ওর সামনে থাকুক, ওর জানা আছে কিভাবে ওর উইকেট নিতে হবে। তবে অস্ট্রেলিয়ার রক্ষণাত্মক মানসিকতায় ব্যাটিং করাটাও একটা বিশেষ ভূমিকা পালন করেছে।
পিচ অশ্বিনকে সাহায্য করেছে ঠিক, তবে তা বলে এই পিচে আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা নয়। এখন অবশ্য তাই হয়, খুব কম টেস্ট ম্যাচ এখন ৫ দিন খেলা হয়। তবে তা বলে অশ্বিনের কৃতিত্ব কে ছোটো করে দেখা যায়না।”
এখনও অবধি ৮৯ টা টেস্ট ম্যাচ খেলে ২৪.০৫ গড়ে ৪৫৭ টা উইকেট নিয়েছেন অশ্বিন। ইদানিং দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ টা উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন, মুথাইয়া মুরলীধরনের পর।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দ্বিতীয় টেস্টে ওয়ার্নারকে বাদ দেওয়ার দাবী জানালেন জনসন