IND vs AUS 2023 : আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে রোহিত’দের ‘ক্লোজ ইন ক্যাচিংয়ের’ উপর বেশি জোর দিতে বললেন কোচ দ্রাবিড়

0
25
IND vs AUS 2023 : Rahul Dravid arranges SPECIAL SLIP Catching practice for Rohit Sharma & Co in Nagpur, says ‘Close-in catching will be very important against Australia’
IND vs AUS 2023 : Rahul Dravid arranges SPECIAL SLIP Catching practice for Rohit Sharma & Co in Nagpur, says ‘Close-in catching will be very important against Australia’

আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে (IND vs AUS 2023) নাগপুরে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। চার ম্যাচের এই টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে কোন দল। ফলে এই সিরিজের আলাদা গুরুত্ব রয়েছে।

এই সিরিজ শুরুর আগেই ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে ঠিক কোন কোন বিষয়ের উপর জোড় দিতে চলেছে ভারতীয় দল। ফিল্ডিংয়ের উপর জোড় দেওয়া তো হবেই।  তার পাশাপাশি জোড় দেওয়া হবে ‘ক্লোজ ইন’ ক্যাচিংয়েও। কারণ ভারতের স্পিন সহায়ক পিচে তা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন কোচ রাহুল দ্রাবিড়। (IND vs AUS 2023)

ভারতের স্লিপ ফিল্ডিং নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল দ্রাবিড় জানিয়েছেন স্লিপ ক্যাচিং, ক্লোজ ইন ফিল্ডিংয়ে জোড় দিচ্ছে ভারতীয় দল। অনুশীলনে এই বিষয়টির উপরেই জোড় দেওয়া হয়েছে। (IND vs AUS 2023)

বিসিসিআই সম্প্রতি তাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োতে দ্রাবিড়কে বলতে শোনা গেছে,

“প্রত্যেকেই বেশ ভালো ছন্দে রয়েছে, ফিট রয়েছে। গোটা টেস্ট দলকে এক সঙ্গে আনতে পেরে বেশ ভালো লাগছে। শেষ কয়েক মাসে আমরা খুব বেশি পরিমানে সাদা বলের ক্রিকেট খেলেছি। ওদের অনেকেই সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ক্রিকেটে নিজেদেরকে মানিয়ে নেবে। তাদের জন্য বিষয়টা খুব ভালো হবে যদি ওরা দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করতে পারে।”

আরও পড়ুনঃ Asia Cup 2023 : বিসিসিআই’কে চাপে ফেলতে এবার নয়া পন্থা অবলম্বন করলো পিসিবি

তিনি আরও বলেন, (IND vs AUS 2023)

“ভারতের উইকেট টেস্টের জন্য খুব ভালো। আমাদের ফিল্ডিংয়ের উপর আরও জোড় দিতে হবে। ফিল্ডিংয়ের উপর জোড় দেওয়াটা আমাদের প্রথম প্রায়োরিটি। এই সিরিজের ক্ষেত্রে ক্লোজ ইন ফিল্ডিং গুরুত্বপূর্ণ। সেখানে আমরা খুব জোড় দিচ্ছি। ক্লোজ ইন ক্যাচিংয়ে আমাদের ফোকাস রয়েছে। স্লিপ ফিল্ডিংয়েও নজর দিচ্ছি। সব সময় খেলার মধ্যে থাকলে অনেক সময়ে এই সব জিনিসের উপর নজর দেওয়া হয় না।

আর সেই কারণেই অনুশীলনে এই সব বিষয়ের উপর আমরা জোড় দিচ্ছি। বেশ কয়েকটি লম্বা সেশন আমরা অনুশীলন করেছি। কোচিং স্টাফ হিসেবে এই সিরিজটা আমার কাছেও খুব গুরুত্বপূর্ণ। এখনকার দিনে ব্যস্ত ক্রীড়াসূচির মাঝে এমন ক্যাম্প করার সুযোগ আমরা পাই না। গত এক মাস ধরে এই সিরিজের ভাবনা চিন্তা করছি, পরিকল্পনা করছি। সিরিজ খেলতে আমরা মুখিয়ে রয়েছি।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ট্রেনিংয়ে এসে রোহিতকে দেখে জড়িয়ে ধরলেন কোহলি, ভাইরাল হলো ভিডিও