IND vs AUS 2023 : বারবার সুযোগ পাওয়ার পর ব‍্যর্থ হলেও রাহুলকে খেলানোয় মুখ খুললেন প্রসাদ

0
16
IND vs AUS 2023 Prasad opened his mouth about playing Rahul after getting repeated chances but failed
IND vs AUS 2023 Prasad opened his mouth about playing Rahul after getting repeated chances but failed

IND vs AUS 2023 – টেস্ট ক্রিকেটে কে এল রাহুলকে এই দীর্ঘ সময়ের জন্য সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। শুভমান গিল এবং সরফরাজ খানের মতো সুযোগ পাওয়ার দাবীদার ওয়ালা ক্রিকেটারদের বসিয়ে রেখে রাহুলকে এতো দীর্ঘ মেয়াদী সুযোগ কেনো দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক কে এল রাহুল, নাগপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০ রান করে আউট হয়ে যান তিনি। ২০২২ সালে জানুয়ারি মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার পর এখনও অবধি রাহুলের টেস্টে সর্বোচ্চ স্কোর ২৩ রান। (IND vs AUS 2023)

রাহলের খেলা সম্পর্কে ট্যুইট করেছেন ভেঙ্কটেশ প্রসাদ। সেখানে তিনি তার মতামতে বলেছেন – (IND vs AUS 2023)

“শুভমান গিল অসামান্য ফর্মে আছেন, প্রথম শ্রেণীর ক্রিকেট ঝুড়ি ঝুড়ি রান করছেন সরফরাজ খান। এদের রাহুলের জায়গায় সুযোগ পাওয়া উচিত। কেউ কেউ খুব ভাগ‍্যবান যে টানা সুযোগ পেয়ে যাচ্ছেন নিজেকে প্রমাণ করার। অথচ কেউ কেউ তো সুযোগ’ই পাচ্ছেন না।”

বর্তমানে অসামান্য ছন্দে আছেন শুভমান গিল। গতবছর বাংলাদেশ সফরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন তিনি।

অন‍্যদিকে সরফরাজ খান শেষ কয়েকটি মরশুমে অসামান্য পারফরম্যান্স দিচ্ছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। ৩৭ টা প্রথম শ্রেণীর ম‍্যাচে ৩৫০৫ রান করেছেন তিনি ৭৯.৬৫ গড়ে।

আরও পড়ুনঃ Women’s T20 WC : পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে প্রবল চাপে ভারত

প্রসাদ এমনটা বললেও টিম ইন্ডিয়ার ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোর এমনটা মনে করেন না। রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলে তিনি সাফ বলেন –

“আমার এই ব‍্যাপারে কোনও মন্তব্য করার নেই। কে এল রাহুল শেষ যে দশটা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে জোড়া সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি আছে। ওর সাউথ আফ্রিকায় একটা সেঞ্চুরি আছে, আর আছে ইংল্যান্ডে। তাই আমার মনে হয়না। এই বিষয় কোনও প্রশ্ন থাকা উচিত।”

গত বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে রাহুল ভারতকে নেতৃত্ব দিয়েছিলো। ভারত ২-০ ব‍্যবধানে টেস্ট সিরিজ জিতলেও রাহুল ব‍্যাট হাতে কোনও ইতিবাচক ভূমিকা পালন করতে পারেননি। যদিও সেই সিরিজে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফিতে গড়া ভাজ্জির রেকর্ড ভাঙলেন অশ্বিন