IND vs AUS 2023 : সময় বলবে শুভমান গিল আগামী দিনের কোহলি হয়ে উঠবেন কিনা, মত প্রাক্তন তারকার

0
10
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Only time will tell" - Aakash Chopra on whether Shubman Gill can emulate Virat Kohli

IND vs AUS 2023 – বিরাট কোহলির মতো বর্ণময়য় ক্রিকেট কেরিয়ার গড়তে কি দেখা যাবে শুভমান গিল’কে ? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। এমনটাই মনে করেন আকাশ চোপড়া।

গত কয়েক মাস সব ধরনের ফর্ম‍্যাট মিলিয়ে দারুণ ছন্দে ব‍্যাট করছেন শুভমান গিল। বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে ভারতের ক্রিকেটের নতুন সুপারস্টার বলেছেন, আবার কেউ কেউ বলছেন তিনি ‘নেক্সট কোহলি’। (IND vs AUS 2023)

নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে আকাশ চোপড়া বলেছেন শুভমান গিল কোহলির মানের ক্রিকেটার হয়ে উঠবেন কিনা, তার জবাব দেবে সময়, বড্ডো তাড়াতাড়ি এমন সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। (IND vs AUS 2023)

“এখন এই মুহূর্তে সবচেয়ে বড়ো প্রশ্ন শুভমান গিল কি বিরাট কোহলির প‍র্যায়ে ক্রিকেটার হয়ে উঠবেন কি ? সেটা সময় বলবে। দুই জন ক্রিকেটারের মধ্যে মিল কোথায়, সেটা বলতে হলে বলবো, দুইজনেই টেকনিক্যালি খুবই ভালো মানের ক্রিকেটার।” – এমনটাই বলেছেন আকাশ চোপড়া। (IND vs AUS 2023)

শেষ দশকে বিরাট কোহলি বেশ কিছু বিশ্বমানের পারফরম্যান্স দিয়েছে, সেই বিষয়টি তুলে ধরে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন,

“দুজনের যদি শারীরিক অবস্থার কথা ভেবে দেখেন তাহলে দেখবেন দুজনেই তাদের শরীরের উপর মারাত্মক জোর প্রয়োগ করে খেলার সময়। বিরাট কোহলির ক্ষেত্রে বিষয়টি হলো প্রায় একদশক হলো এমনটা করে এসেছে ও, এবং সেটা দারুণ ধারাবাহিকতার সাথে। বিরাট কোহলি একটি অতি – আশ্চর্য পারফরম্যান্স দিয়ে এসেছে আধুনিক যুগের ক্রিকেটে যেখানে তিন ফ‍র্ম‍্যাটেই একই ছন্দে খেলতে হয়।”

আকাশ চোপড়া আরো বলেছেন যে বিরাট কোহলি খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু ওর প্রত‍্যাবর্তনটা করেছে অসামান্য। আকাশের মতে বিরাট কোহলি আগামী দিন গুলোতে আরও ভালো কিছু পারফরম্যান্স দেবেন। (IND vs AUS 2023)

আকাশ চোপড়ার মতে শুভমান গিল আগামী দিন গুলোতে অল ফর্ম‍্যাট ক্রিকেটার হয়ে উঠবেন। তবে গিল টি টোয়েন্টিতে না খেললেও খুব একটা সমস্যা হবে বলে মনে করেন না আকাশ। তার বক্তব্য,

“শুভমান গিল অল ফর্ম‍্যাট প্লেয়ার হয়ে উঠতে পারেন। তবে আমাদের শুধুমাত্র তিন ফর্ম‍্যাটের সাবলীল ক্রিকেটার লাগবে, সেটা ভেবে চলবেনা। এমনটা না হলেও সমস্যা নেই। শুভমান ভবিষ্যতে শুধু যদি টেস্ট এবং ওয়ানডেতে খেলে সেক্ষেত্রে সমস্যা নেই আমার।”

আরও পড়ুনঃ Lionel Messi : ফুটবল নয় এবার ম‍্যাজিক দেখিয়ে সকলের মন জয় করে নিলেন লিওনেল মেসি

বিখ‍্যাত এই ধারাভাষ‍্যকারের মতে গুজরাট টাইটান্সের ওপেনার জাতীয় টি টোয়েন্টি দলে এখনও জায়গা পাকা করতে পারেন, আকাশের বক্তব্য,

“ইতিমধ্যে শুভমান গিল প্রমাণ দিয়েছেন যে তিনি সব ফর্ম‍্যাটে ভালো খেলতে পারেন। এখন প্রারম্ভিক পর্বে আছে। আমার ওর টি টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে খেলার ব‍্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ভালো খেলতে থাকলে টি টোয়েন্টি তেও জায়গা পাকা করতে পারে।”

আকাশ চোপড়ার মতে বিরাট কোহলির মতো খেলা ৭০% খেলতে পারলেও শুভমান গিল একজন কিংবদন্তি ক্রিকেটার হয়ে উঠবেন।

আরও পড়ুনঃ Ishan Kishan : বারবার ইশান কিষাণ ফর্ম হারানোয় বেজায় চটলেন ভারতের প্রাক্তন নির্বাচক