
IND vs AUS 2023 – আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সেই সিরিজে খেলার সূত্রে ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা।
ভারতে এসে সতীর্থ ডেভিড ওয়ার্নারের বিপুল জনপ্রিয়তা দেখে অবাক হয়ে গেছেন উসমান খোয়াজা। বেঙ্গালুরু থেকে প্রাক্টিস সেরে ইতিমধ্যে নাগপুরে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পৌঁছে গেছে টিম অস্ট্রেলিয়া। ইন্সটাগ্রামে ফ্যানেদের মাঝে ওয়ার্নারকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন উসমান খোয়াজা, সেখানে পাকিস্তানজাত এই অসি ক্রিকেটার লিখেছেন, (IND vs AUS 2023)
“ভারতে খেলতে আসা মানে দাদা আরেকটা ফটোও”!
ভিডিওটিতে দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটারকে ফ্যানেদের সেলফি তোলার আব্দার মেটাতে দেখা গেছে বেঙ্গালুরু এয়ারপোর্টে। (IND vs AUS 2023)
200 for David Warner!
— cricket.com.au (@cricketcomau) November 30, 2019
The second of his Test career and off only 260 balls! #AUSvPAK pic.twitter.com/c0LXeJWgdB
আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সদস্য হতে চলেছেন ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজা। চার ম্যাচের এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে ব্যাট হাতে বিশেষ ভূমিকা পালন করতেই হবে ওয়ার্নার এবং খোয়াজাকে। (IND vs AUS 2023)
ভারতের বিপক্ষে ১৮ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন ডেভিড ওয়ার্নার, করেছিলেন ১১৪৮ রান।আছে চারটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি। এই বা হাতি ব্যাটার সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি ডবল সেঞ্চুরি করেছিলেন।
ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে খোঁয়াজার। তবে এই মুহূর্তে দারুণ ছন্দে ব্যাট করছেন। সদ্য সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১৯৫* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের ২০২২ এর মরশুম খুব ভালো কেটেছে। ১১ টা টেস্ট ম্যাচ খেলে ১০৮০ রান করেছেন, আছে চারটি সেঞ্চুরি।
২০০৪-২০০৫ সালের পর অস্ট্রেলিয়া আর কখনও কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতের মাটিতে। অস্ট্রেলিয়া ভারতের মাটিতে শেষ চারটি টেস্ট সিরিজ হেরেছে। এছাড়া নিজেদের দেশেও টানা দুটো টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া ভারতের কাছে। তাই প্যাট কামিন্সের দলের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ ভারতকে এই সিরিজে হারানো।
Australia Test squad for India tour: Pat Cummins (capt), Ashton Agar, Scott Boland, Alex Carey, Cameron Green, Peter Handscomb, Josh Hazlewood, Travis Head, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Lance Morris, Todd Murphy, Matthew Renshaw, Steve Smith, Mitchell Starc, Mitchell Swepson, David Warner.
Australia Tour of India 2023:
IND vs AUS 1st Test: February 9-13 in Nagpur
IND vs AUS 2ndTest: February 17-21 in Delhi
IND vs AUS 3rd Test: March 1-5 in Dharamshala
IND vs AUS 4th Test: March 9-13 in Ahmedabad
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কপিল দেবের মতো ব্যাট করেন সূর্য কুমার যাদব, বলছেন তারকা এই কোচ