IND vs AUS 2023 : নাগপুরে টেস্টে খেলতে নামার আগে ভীষণ মন খারাপ কোহলির, করলেন ট‍্যুইট

0
20
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Nothing Beats The Sad Feeling..." Virat Kohli Loses His 'New Phone', Asks Fans If They've Seen It

IND vs AUS 2023 – এই মুহূর্তে গোটা ভারতীয় দল ব‍্যস্ত আসন্ন নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রস্তুতি নিতে। ইতিমধ্যে নেটে জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে কোহলি, রোহিত, পূজারা’রা। অস্ট্রেলিয়ার বোলারদের সামাল দিতে প্রস্তুতি কোনও ফাঁক রাখছেন না তারা।

এরমধ্যে সকল ফ‍্যানেদের সাথে খারাপ খবর শেয়ার করলেন বিরাট কোহলি। ট‍্যুইট করে কোহলি জানিয়েছেন তিনি তার ‘ নতুন ফোন ‘ ফোনটি হারিয়ে ফেলেছেন। এমনকি সেটা আনবক্সিং না করেই। (IND vs AUS 2023)

কোহলি ট‍্যুইটে বিশদে কিছু না বললেও, ফ‍্যানেদের কাছে তিনি জানতে চেয়েছেন সেই মোবাইলটা কেউ পেয়েছেন কিনা। (IND vs AUS 2023)

“নতুন ফোন কিনে, সেটা আন বক্সিং না করেই হারিয়ে ফেলার মতো আর যন্ত্রণার আর কিছু হয়না। কেউ কি দেখতে পেয়েছেন আমার মোবাইল ” ? – এমনটাই ট‍্যুইট করেছেন কোহলি। (IND vs AUS 2023)

নিজের প্রাইম ফর্ম এখনও ফিরে পাননি বিরাট কোহলি। ইদানিং এমনটাই দাবী করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট।

এখন গোটা বছর ধরে ক্রিকেট খেলা থাকে, তাই বাটের এখনকার ক্রিকেটারদের উচিত আন্তর্জাতিক ক্রিকেটে সাফলতা পেতে একটি নির্দিষ্ট ফর্ম‍্যাটের উপর ফোকাস করা।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসল অশ্বিনের সাথে দেখা করলেন নকল অশ্বিন, নিলেন আশীর্বাদ

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার আগামী দিন গুলোতে ভালো ক্রিকেট খেলার বিষয় আশাবাদী। এক্ষেত্রে কোহলির সাথে ব‍্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারার মিল খুঁজে পেয়েছেন তিনি। তার বক্তব্য,

“বিরাট কোহলি এখনও নিজের সেরাটা দিতে পারেনি। হ‍্যাঁ ছন্দে ফিরেছে, তবে এখনো ফুল ফ্লোতে আসতে পারেনি। একটা সময় স্বর্ণ যুগ চলেছিলো কোহলির, সেই সময় ও অপ্রতিরোধ্য। কুমার সাঙ্গাকারার কেরিয়ারের শেষের দিকটা দেখুন, অসাধারণ ছিলো। যখন বয়স কম ছিলো তখন ওরকম খেলতো না।

এখনকার দিনে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতে হয় ক্রিকেটারদের। তাই স্মার্ট ক্রিকেটারেরা ফর্ম‍্যাট বাছাই করে খেলে। আর এরকম করলে তাদের ক্লাস বজায় থাকে। এখন পুরোপুরি বিষয়টি কোহলির উপর নির্ভর করছে, তবে আমি নিশ্চিত কোহলি তার সেরাটা দেবে।”

গতবছর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১২২* রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে নিজের খারাপ সময় কাটিয়ে উঠেছিলেন কোহলি। এরপর সাদা বলের ক্রিকেটে অসামান্য ব‍্যাট করছেন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে খেলতে দেখা যাবে। নাগপুরে ৯ ই ফেব্রুয়ারি থেকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলা শুরু হবে।

আরও পড়ুনঃ Hardik Pandya : দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে খেলা উচিত হার্দিক পান্ডিয়ার, মত প্রাক্তন সাউথ আফ্রিকার তারকার