IND vs AUS 2023 : কোহলি নন, তাহলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশী টেস্ট কে জিতেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, জানুন বিস্তারিত

0
16
IND vs AUS 2023 MS Dhoni has won the most Tests as a captain against Australia
IND vs AUS 2023 MS Dhoni has won the most Tests as a captain against Australia

IND vs AUS 2023 – আগামী ৯ ই মার্চ থেকে নাগপুরে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত বর্ডার – গাভাস্কার ট্রফি। ওইদিন বহু প্রতিক্ষিত সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত – অস্ট্রেলিয়া। শেষ ১৯ বছরে ভারতের মাটিতে কখনও এই সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এই পরিসংখ‍্যান মারাত্মক চাপ সৃষ্টি করেছে অসিদের উপর।

অন‍্যদিকে ভারত আবার অস্ট্রেলিয়া গিয়ে শেষ দুটো টেস্ট সিরিজ জিতে এসেছে। ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি প্রথম ভারতের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে‌। এরপর ২০২০/২১ মরশুমে অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিলো ভারত। (IND vs AUS 2023)

বিরাট কোহলির নেতৃত্বে দুটো বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিলো ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দাপট দেখে অনেকেই মনে করতে পারেন ভারতের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশী টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড বিরাট কোহলির দখলে। তবে সেটা নয়। (IND vs AUS 2023)

২০০৮ এবং ২০১৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া কে টেস্ট সিরিজ জিতেছিলো ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ১৩ ম‍্যাচে ৮ টা জিতেছিলো ভারত, ৪ টিতে হেরেছিলো, তিনি তালিকায় শীর্ষে আছেন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Pathaan : পাঠানের বক্স অফিস ইনকাম কি ১০০০ কোটি ছাড়াবে ? ভাইরাল হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের ট‍্যুইট

আসন্ন সিরিজে মোটেই জয়ের জন্য ফেবারিট নয় অস্ট্রেলিয়া। মার্নুস লাবুসানে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারেরা আছে এবারে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলটায়। তবে করিম ব‍্যাক্ষা দিয়েছেন অসি দলের অধিকাংশ ক্রিকেটার নিজেদের সেরা ছন্দে নেই। India News কে দেওয়া একটা সাক্ষাৎকারে করিম বলেছেন – (IND vs AUS 2023)

“২০০১ সালে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলের সাথে যদি এই দলটার তুলনা করা হয়, তাহলে সেটাকে সংবাদ মাধ‍্যমের তৈরী করা হাইপ এছাড়া ওদেশের প্রাক্তন ক্রিকেটারদের ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। সেই বার চ‍্যাম্পিয়ান দল ছিলো অস্ট্রেলিয়া, আর এই দলটার অধিকাংশ ক্রিকেটার ফর্ম খুঁজে পেতে মরিয়া, স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড ছাড়া। ওদের খুব বেশি একটা ক্রিকেটার নেই এইমুহুর্তে যারা ফর্মে আছে বলা যায়।”

অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবা করিম, এই মুহূর্তে অসি দলে চার জন চারজন স্পিনার থাকলেও নাথান লিয়ঁ ছাড়া আর বাকীদের মান নিয়ে প্রশ্ন আছে করিমের মতে, তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খুবই শক্তিশালী, সেই বিষয় আমার মনে কোনও সন্দেহ নেই, কিন্তু ওদের দলে মাত্র একজন কোয়ালিটি স্পিনার আছেন, তিনি হলেন নাথান লিয়ঁ, একঝাঁক স্পিনার নিয়ে এলেই যে ভারতের মাঠে সাফলতা পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বড়ো বড়ো স্পেল করতে হবে। তবে এই অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণ খুব একটা ধাঁরালো নয়।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতের মাটিতে ওয়ার্নার ঝড় দেখার অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার কোচ