IND vs AUS 2023 : টেস্টে ফিরছেন, জানান দিলেন রবীন্দ্র জাদেজা

0
10
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Missed you" - Ravindra Jadeja posts picture of Test jersey, hints national return during Border-Gavaskar Trophy

IND vs AUS 2023 – মাস তিনেক হলো জাতীয় দলের হয়ে কোনও ম‍্যাচ খেলেননি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবার চোট সারিয়ে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করাটাই লক্ষ‍্য তার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ ই জানুয়ারি থেকে শুরু হতে চলা বর্ডার – গাভাস্কার ট্রফিতে জাতীয় দলের হয়ে প্রত‍্যাবর্তন করতে চলেছেন স‍্যার জাদেজা।

জাতীয় দলের জার্সিকে এতোদিন কতোটা মিস করেছেন তিনি, সেটা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছেন তিনি। জাদেজা নিজের টেস্ট জার্সির একটি ছবি দিয়েছেন।তার ক‍্যাপশানে লিখেছেন, “খুব মিস করেছি এতোদিন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।” (IND vs AUS 2023)

শোনা যাচ্ছে সৌরাষ্ট্রের হয়ে রঞ্জির ম‍্যাচ খেলবেন রবীন্দ্র জাদেজা। আগামী ২৪ শে জানুয়ারি শুরু হবে সেই ম‍্যাচ। ESPN Cricinfo’র সূত্রের মারফত জানা গেছে এমনটাই। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ব্যাটে-বলে ভারতের মারকাটারি পারফরম্যান্সে লঙ্কান’দের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলো রোহিত বাহিনী

গতবছর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চলাকালীন ডান হাঁটুর চোটের জেরে মাঝপথে এশিয়া কাপ খেলা ছেড়েছিলেন জাদেজা। এর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি রবীন্দ্র জাদেজা। ভারত টুর্নামেন্টের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেছিলো দশ উইকেটে। (IND vs AUS 2023)

এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারানোর কাজে লেগে আছেন জাড্ডু। তাকে ভারতের জাতীয় দলের নির্বাচকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম‍্যাচের দলে রেখেছেন। আগামী ৯ ই ফেব্রুয়ারি, নাগপুরে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট ম‍্যাচ, দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হবে দিল্লিতে, এরপরের দুই ম‍্যাচে ধর্মশালা এবং আহমেদাবাদে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজার নাম থাকলেও, তারকা এই ভারতীয় অলরাউন্ডারকে ফিটনেস টেস্ট উতরোতে হবে। সেটা দল ঘোষণা করার সময় নির্বাচকরা স্পষ্ট করে দিয়েছেন। চলতি সপ্তাহে ব‌্যাটিং এবং বোলিং পুনরায় শুরু করেছেন জাদেজা। তবে প্রতিযোগীতা মূলক ক্রিকেটে ফিরতে হলে তাকে ফিটনেস টেস্ট উতরোতে হবে।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রোহিত-রাহুল’কে উপেক্ষা করে টি-টোয়েন্টি’তে নতুন ওপেনিং জুটি’র নাম নিলেন গৌতম গম্ভীর