IND vs AUS 2023 : কোন দল জিতবে আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন

0
1141
IND vs AUS 2023 : Michael Vaughan picks India as the winner of the upcoming Border-Gavaskar Trophy
IND vs AUS 2023 : Michael Vaughan picks India as the winner of the upcoming Border-Gavaskar Trophy

ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়ে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে (IND vs AUS 2023) অস্ট্রেলিয়ার সঙ্গে চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সব ক্রিকেটপ্রেমীর চোখ এখন এই বড় সিরিজের দিকেই। এই সিরিজ সম্পর্কে বিশ্বের সমস্ত অভিজ্ঞরা তাদের মতামত দিতে শুরু করেছেন ইতিমধ্যেই।

ঠিক তেমনই এই সিরিজ শুরুর আগে বড় মন্তব্য করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।  যা শুনলে অবাক হবেন সকল ভারতীয় ক্রিকেট ভক্ত। বিখ্যাত ধারাভাষ্যকার এবং ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন তার স্পষ্টভাষী শৈলীর জন্য পরিচিত। মাইকেল ভন, যিনি ক্রিকেটের প্রতিটি বিষয়ে খোলামেলা কথা বলেন, তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। (IND vs AUS 2023)

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের মাঝে নিজের মতামত জানাতে থাকেন মাইকেল ভন। এবার তিনি আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা সিরিজ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী করেছেন। বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে অভিজ্ঞ এই ধারাভাষ্যকার সিরিজের ফলাফল নিয়ে একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। আসলে অতি সম্প্রতি অরুণ সিং নামের এক ক্রিকেটপ্রেমী তাকে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল নিয়ে ট্যুইটারে এক্তি ট্যুইট করে জিজ্ঞাসা করেছিলেন।

মাইকেল ভনকে সেই ক্রিকেট ভক্ত অরুণ সিং জিজ্ঞাসা করেছিলেন যে, ‘ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজটি জিতবে কারা ?’ এই প্রশ্নের জবাবে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘ভারত জিতবে।’

এখানে জানিয়ে রাখি যে মাইকেল ভন এর আগেও অনেকবার ভারতীয় দলের, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরের ফলাফল সম্পর্কে তার মতামত দিয়েছিলেন। তবে তখন তার বক্তব্য অনুযায়ী ফল হয়নি। আসলে মাইকেল ভন সব সময়ে ভারতীয় দলের বিরুদ্ধে কথা বলেন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে রোহিত’দের ‘ক্লোজ ইন ক্যাচিংয়ের’ উপর বেশি জোর দিতে বললেন কোচ দ্রাবিড়

টিম ইন্ডিয়ার সমালোচনা করে, ওয়াসিম জাফরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানান বিতর্কিত তর্ক করে সমালোচনায় থাকেন মাইকেল ভন। তাই এমন অবস্থায় ভারতের পক্ষে ভন কথা বলায় অনেকেই অবাক হয়েছেন। এখন দেখার বিষয় এটাই যে ভনের এই ভবিষ্যদ্বাণী মেলে কিনা।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ থেকে নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাস্কার  সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। যার জন্য দুই দলই নাগপুরে পৌঁছেছে এবং অনুশীলনও শুরু করে দিয়েছে। (IND vs AUS 2023)

এই সিরিজে থাকছেন না টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত। সেই সঙ্গে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ারও। অভিজ্ঞ ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই চোটের কারণে প্রথম দুই টেস্ট থেকে ছিটকে গেছেন। তারপরেও ভারতকেই ফেবারিট মনে করছেন মাইকেল ভন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Asia Cup 2023 : বিসিসিআই’কে চাপে ফেলতে এবার নয়া পন্থা অবলম্বন করলো পিসিবি