IND vs AUS 2023 : অশ্বিনকে সামাল দিতে ‘নকল অশ্বিন’ নিয়োগ করলো অস্ট্রেলিয়া‌

0
18
IND vs AUS 2023 : Meet Mahesh Pithiya - R Ashwin's duplicate roped in by Australia to gear up for India challenge
IND vs AUS 2023 : Meet Mahesh Pithiya - R Ashwin's duplicate roped in by Australia to gear up for India challenge

IND vs AUS 2023 – ৯ ই ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হতে চলা বর্ডার – গাভাস্কার ট্রফির জন্যে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেনা প‍্যাট কামিন্স নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার টেস্ট দল। উপমহাদেশের পিচে ভারতের স্পিনারদের সামাল দেওয়াটাই এখন ভীষণ চিন্তার একটা বিষয় হয়ে দাড়িয়েছে অস্ট্রেলিয়ার ব‌্যাটারদের। রবিচন্দ্রন অশ্বিনের স্পিন সামাল দিতে তাই মহেশ পিঠিয়াকে নিয়োগ করেছে অসি ব্রিগেড।

ভারতের শেষ দুই টেস্ট সফরে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স খুব একটা ইতিবাচক নয়। বরং সেই দুটো টেস্ট সিরিজ ভুলতে চাইবে তারা। ২০১৩ সালে ৪-০ ব‍্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অসিরা এরপর চারবছর বাদে তারা টেস্ট সিরিজ হারে ২-১ ব‍্যবধানে। (IND vs AUS 2023)

স্পিনের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেওয়ার উদ্দেশ্যে বেঙ্গালুরুর আলুরে চারদিনের প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে বিশেষ ভাবে বানানো পিচে প্রস্তুতি নিচ্ছেন তারা। ইতিহাস গড়ার লক্ষ‍্যে বদ্ধপরিকর ভারতীয় দল, ২০১২ সালে ইংল্যান্ডের পর এখনো কোনও অতিথি দল ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি, অস্ট্রেলিয়া এখন ভারতের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়তে চায়। (IND vs AUS 2023)

এর আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কা সফরে টেস্ট ভালো খেলেছিলো অস্ট্রেলিয়া। তাই এবার ভারতের মাটিতে তাদের ভালো খেলার সম্ভাবনা কে উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুরোপুরি। এরমধ্যে একটা পরিসংখ্যান তাদের ভীষণ ভাবে অনুপ্রাণিত করবে, এখনও অবধি চলতি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের সাইকেলে একটি মাত্র টেস্ট ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফির সম্ভাব্য জয়ী দল বাছতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন অসি তারকা

সংবাদ সূত্রের খবর অনুযায়ী ২১ বছর বয়সী পিঠিয়াকে নিয়োগ করেছে অস্ট্রেলিয়া, যার বোলিং অ্যাকশান অবিকল অশ্বিনের মতো। শুধু খানিকটা দ্রুত বল ছাড়েন তিনি, এছাড়া অবিকল এক।

সোশ্যাল মিডিয়ায় তার বোলিং অ্যাকশানের ভিডিও ভাইরাল হয়েছিল, এরপর তাকে নিয়োগ করেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ২০২২ সালের ডিসেম্বর মাসে এই যুব স্পিনার বরোদার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন।

আরও পড়ুনঃ Joginder Sharma : অবসর নিলেন ভারতের প্রথম টি ২০ বিশ্বকাপ জয়ী দলের নায়ক যোগিন্দর শর্মা