IND vs AUS 2023 : শুভমান নয় রাহুল ওপেন করবে নাগপুর টেস্টে, দাবী সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের

0
19
IND vs AUS 2023 KLRahul to open Nagpur Test instead of Shubman Gill claims Graeme Smith
IND vs AUS 2023 KLRahul to open Nagpur Test instead of Shubman Gill claims Graeme Smith

এখনই শুভমান গিল টেস্টে (IND vs AUS 2023) ওপেন করার সুযোগ পাবেন কিনা, সেই বিষয় নিশ্চিত হতে পারছেন না সাউথ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, বিশেষ করে কে এল রাহুলের মতো ক্রিকেটার যখন ভারতীয় দলে আছে। তবে গিলের প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন নেই স্মিথের।

গত কয়েক মাস সীমিত ওভারের ক্রিকেটে অসামান্য পারফরম্যান্স দিচ্ছেন শুভমান গিল। তাই ইতিমধ্যে অনেকেই তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ওপেন করতে দেখতে চাইছেন। (IND vs AUS 2023)

রোহিত শর্মার অবর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে শুভমান গিল এবং কে এল রাহুলকে ওপেন করতে দেখা গেছিলো। একদিকে গিল অভিষেক টেস্ট সেঞ্চুরি করেছিলেন, তবে রাহুলের চার ইনিংসে সর্বোচ্চ স্কোর ছিলো ২৩। (IND vs AUS 2023)

টেস্টে রাহুলের পারফরম্যান্স খারাপ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ওপেনার হিসেবে গিল নয়, বরং রাহুলকে দেখতে চাইছেন স্মিথ। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“ভারতের সমস্যা এটাই। এতো প্রতিভা ভারতে। রাহুলকে উপেক্ষা করার কোনও জায়গা নেই। তাই এব‍্যাপারে সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিনকে সামাল দিতে প্রস্তুত আমরা, হুংকার দিলেন স্টিভ স্মিথ 

তবে গিলের প্রশংসাও করেছেন স্মিথ। সাউথ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন শুভমান গিল সময়ের সাথে সাথে নিজেকে আরও উন্নত করে তুলবে। স্মিথের বক্তব্য –

“গিলের প্রতিভা এবং সেই প্রতিভা জাহির করার ক্ষমতা দুটোই আছে। তবে একজন উদীয়মান ক্রিকেটার। তাই দ্রুত ওর শক্তি এবং দূর্বলতা খুঁজে বের করা সম্ভব। টেস্টে ওপেনার হিসেবে সব সময় একটা রক্ষণাত্মক ক্রিকেটার প্রয়োজন। কোন ডেলিভারি ছাড়তে হবে, কোন শট খেলতে হবে সেই বিষয় একটা ধারণা রাখতে হবে।

গিল খুবই ভালো ক্রিকেটার। তবে টেস্টে ততোটা সফল নন। আমার মনে হচ্ছে একটবছর ওকে এই ফর্ম‍্যাটে খেলতে দেওয়া উচিত।

আরও পড়ুনঃ Kapil Dev : ঋষভ পন্তকে চড় মারার অপেক্ষায় আছেন কপিল দেব !