
IND vs AUS 2023 – মঙ্গলবার নাগপুরের সাইবাবার মন্দির দর্শনে এলেন ভারতের টেস্ট ক্রিকেট দলের সহ অধিনায়ক কে এল রাহুল। ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, তার আগে টিমের জন্যে প্রার্থণা করতে দেখা হলো রাহুলকে। মন্দিরে আসা এক যুব ক্রিকেট ফ্যানকে অটোগ্রাফ দিতেও দেখা গেছে রাহুলকে।
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে অত্যন্ত খারাপ পারফরম্যান্স দিয়েছিলেন রাহুল। চার ইনিংসে রাহুল করেছিলেন মাত্র ৫৭ রান। যদিও তার নেতৃত্বে ভারত সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছিলো। (IND vs AUS 2023)
আর হাতে দিন দুয়েক বাকি আছে সিরিজ শুরুর এরমধ্যে দলের মিডল অর্ডার নির্ধারণ করাটাই অন্যতম চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে। সূর্য কুমার যাদব, ইশান কিষাণ এবং কে এস ভারতের মতো তারকা সব ক্রিকেটারেরা এখন দলে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে। আবার অনেকে রাহুল এবং গিলকে দলের মিডল অর্ডার সামলাতে দেখলেও অবাক হবেন না বলে জানিয়েছেন। এমন সময় সাংবাদিক সম্মেলনে কে এল রাহুল বলেছেন, (IND vs AUS 2023)
“যদি আমাকে দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে দেওয়া হয়, তাহলে সেটা পালন করতে কোনও সমস্যা নেই আমার। এতোদিন যতোটুকু ক্রিকেট খেলেছি আমি দেশের হয়ে, সব সময় দল আমাকে যে দায়িত্ব পালন করার কথা বলেছে, চেষ্টা করেছি, সেই দায়িত্ব গুলো পালন করতে। আমি সব সময় নিজেকে এমন ভাবেই প্রস্তুত করি। সব সময় দলের ভালো হয় কিসে, সেই চেষ্টা করি। তাই আমাকে এবারও দল যে দায়িত্বটা দেবে সেটা পালন করার চেষ্টা করবো।” – মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বলেছেন কে এল রাহুল। (IND vs AUS 2023)
KL Rahul visited Sai Baba mandir in Nagpur ❤️😍 #KLRahul𓃵 pic.twitter.com/9zW4pfrUEE
— Pawan arya (@Pawanar02106943) February 7, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বিকল্প না থাকায় নাগপুরে সূর্য টেস্ট অভিষেক করবেন বলে দাবী প্রাক্তন ভারত তারকার
মজার বিষয় হলো রাহুল তার প্রথম টেস্ট ইনিংস ২০১৩- ১৪ মরশুমের বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলেছিলেন অস্ট্রেলিয়ায়। সেই বার ছয় নম্বর স্থানে ব্যাট করেছিলেন তিনি। তিরিশ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার ইতিমধ্যে ভারতের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হয়ে উঠেছেন। (IND vs AUS 2023)
এখনও দূর্ঘটনার জেরে পাওয়া চোট সারিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে ঋষভ পন্তের। চোটের জন্যে প্রথম টেস্ট ম্যাচ মিস করবেন শ্রেয়স আইয়ার।
তাহলে কি শুভমান গিল এবং রাহুল ওপেন করবেন প্রথম টেস্টে, সেই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন,
“আমরা এখনও দলের প্রথম একাদশ ঠিক করিনি। খেলা শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। তবে এটুকু বলতে পারি যে খুব কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রায় প্রত্যেকেই খুব ভালো খেলছে, জায়গা পাওয়ার সুযোগ কম। তাই প্রতিনিয়ত ম্যানেজমেন্ট আলোচনা চালাচ্ছে কে খেলবে আর কে বাদ যাবে।খেলার প্রথম দিনেও স্পষ্ট হয়ে যাবে কে কোন দায়িত্ব পেতে চলেছে।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুর টেস্টে খেলার সম্ভাবনা নেই ক্যামেরুন গ্রীনের, ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ