IND vs AUS 2023 : বাজনা বাজায় বেশি, অস্ট্রেলিয়া দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারত তারকা

0
11
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Just hype by the media and their former cricketers"- Former Indian cricketer on current Australian team versus the one in 2001

IND vs AUS 2023 – ২০০১ সালে যে অস্ট্রেলিয়া দল ভারত সফরে এসেছিলো, সেই দলের একেবারে ধারেকাছে নেই বর্তমান অস্ট্রেলিয়া দল। এমনটা দাবী প্রাক্তন ভারত উইকেট কিপার ব্যাটার এবং জাতীয় দলের নির্বাচক সাবা করিমের। করিমের মতে এই দলটায় তারকার অভাব নেই, তবে এমন’ও কিছু ক্রিকেটার আছেন যারা প্রথম একাদশে জায়গা পাওয়ার জন্যে লড়াই চালাচ্ছে ইতিমধ্যে।

মার্নুস লাবুসানে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো তারকা ক্রিকেটারেরা আছে এবারে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলটায়। তবে করিম ব‍্যাক্ষা দিয়েছেন অসি দলের অধিকাংশ ক্রিকেটার নিজেদের সেরা ছন্দে নেই। India News’কে দেওয়া একটা সাক্ষাৎকারে করিম বলেছেন, (IND vs AUS 2023)

“২০০১ সালে ভারত সফরে আসা অস্ট্রেলিয়া দলের সাথে যদি এই দলটার তুলনা করা হয়, তাহলে সেটাকে সংবাদ মাধ‍্যমের তৈরী করা হাইপ এছাড়া ওদেশের প্রাক্তন ক্রিকেটারদের ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আমার। সেই বার চ‍্যাম্পিয়ান দল ছিলো অস্ট্রেলিয়া, আর এই দলটার অধিকাংশ ক্রিকেটার ফর্ম খুঁজে পেতে মরিয়া, স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড ছাড়া। ওদের খুব বেশি একটা ক্রিকেটার নেই এইমুহুর্তে যারা ফর্মে আছে বলা যায়।”

আরও পড়ুনঃ Hardik Pandya : হার্দিকের চোখ এবার টেস্ট দলে প্রত‍্যাবর্তনে

অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাবা করিম, এই মুহূর্তে অসি দলে চার জন চারজন স্পিনার থাকলেও নাথান লিয়ঁ ছাড়া আর বাকীদের মান নিয়ে প্রশ্ন আছে করিমের মতে, তিনি বলেছেন, (IND vs AUS 2023)

“অস্ট্রেলিয়ার পেস আক্রমণ খুবই শক্তিশালী, সেই বিষয় আমার মনে কোনও সন্দেহ নেই, কিন্তু ওদের দলে মাত্র একজন কোয়ালিটি স্পিনার আছেন, তিনি হলেন নাথান লিয়ঁ, একঝাঁক স্পিনার নিয়ে এলেই যে ভারতের মাঠে সাফলতা পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল।

বড়ো বড়ো স্পেল করতে হবে। তবে এই অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণ খুব একটা ধাঁরালো নয়।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : সময় বলবে শুভমান গিল আগামী দিনের কোহলি হয়ে উঠবেন কিনা, মত প্রাক্তন তারকার