IND vs AUS 2023 : মারাত্মক চাপে অস্ট্রেলিয়া, প্রথম টেস্টে মিস করবেন হ‍্যাজেলউড

0
19
IND vs AUS 2023 : Josh Hazlewood ruled out of 1st India vs Australia Test of Border-Gavaskar Trophy, in doubt for 2nd
IND vs AUS 2023 : Josh Hazlewood ruled out of 1st India vs Australia Test of Border-Gavaskar Trophy, in doubt for 2nd

IND vs AUS 2023 – নাগপুরে প্রথম টেস্টে খেলতে নামার আগে ভীষণ সমস্যার মধ্যে আছে অস্ট্রেলিয়া। রিপোর্ট অনুযায়ী চোট পাওয়ার জেরে প্রথম টেস্ট ম্যাচ মিস করবেন জস হ‍্যাজেলউড। এমনিতেই আগে চোটের কারণে প্রথম টেস্ট ম্যাচ মিস করছেন মিচেল স্টার্ক, ক‍্যামেরুন গ্রীনের খেলা নিয়েও ধোঁয়াশা আছে।

এরপর সেই তালিকায় জস হ‍্যাজেলউড সেই তালিকায় ঢুকে পড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়লো অস্ট্রেলিয়ার টিম ম‍্যানেজমেন্টের।

Cricbuzz এর রিপোর্ট অনুযায়ী হ‍্যাজেলউডের বা পায়ের অ্যাচিলিসে লাগা চোট এখনও অবধি পুরোপুরি সেরে ওঠেনি। তিনি নিজেও নাকি খেলার বিষয় কোনও রকম নিশ্চয়তা দিতে পারেননি। হ‍্যাজেলউড বলেছেন, (IND vs AUS 2023)

“আমি প্রথম টেস্ট ম্যাচ খেলার ব‍্যাপারে নিশ্চিত নই। এখনও অবশ্য বেশ কয়েকদিন বাকি আছে। তবে দ্বিতীয় টেস্টের আগে সেরে উঠবো মনে হচ্ছে। আশা রাখছি আগামী মঙ্গলবারের মধ্যে একটা ভালো খবর পাবো।” (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শততম টেস্টে খেলতে নামার আগে স্মৃতি হাতড়ালেন চেতেশ্বর পূজারা, উঠে এলো অজানা কথা

আলুরে প্রাক্টিস সেশনে অংশগ্রহণ করছেন না হ‍্যাজেলউড ওয়ার্কলোড ম‍্যানেজমেন্টের ব‍্যাপারটার জন্যে। এই সফরে আসার তিনি ছন্দে ছিলেন, কিন্তু এখানে আসার পর আচমকা ছন্দ পতন ঘটেছে বলেই মনে করেন তিনি। অবশ্য প্রত‍্যাশা মতো সেরে উঠতেও পারেননি বলেই মনে করেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী মঞ্চে দাড়িয়ে স্টার্ক বলেছিলেন তিনি দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠবেন। স্টার্ক এবং কামিন্স না থাকায় স্কট বোল‍্যান্ড এবং ল‍্যান্স মরিসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ সামলানোর সম্ভাবনা প্রবল।

আরও পড়ুনঃ Shreyas Iyer : ধাওয়ানের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আচমকা উদ্দম নাচলেন শ্রেয়স আইয়ার, ভাইরাল হলো ভিডিও