IND vs AUS 2023 : আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগে কামিন্স’দের বিশেষ পরামর্শ দিলেন অজি প্রাক্তনী

0
23
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "Indians Wouldn't Be Fearing...": Mitchell Johnson's Honest Take On Australia Squad

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুরমুশ করার পর, (IND vs AUS 2023) চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলতে নামছে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে এই টেস্ট সিরিজ জিততেই হবে ভারতকে। শুধু ভারত নয়, ফাইনালে জায়গা করে নিতে হলে অজিদেরও জিততে হবে এই সিরিজে। হাই প্রোফাইল এই টেস্ট সিরিজে কেউ একে অপরকে এক চুলও জায়গা ছাড়তে নারাজ।

প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল আগামী ৯ ই ফেব্রুয়ারি নাগপুরে তাদের প্রথম টেস্ট খেলতে নামছে রোহিত-কোহলিদের বিরুদ্ধে। (IND vs AUS 2023)

সম্প্রত অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মিচেল জনসন এই আসন্ন সিরিজ নিয়ে তার নিজস্ব মতামত প্রকাশ করে বলেছেন যে, এই সিরিজে কীভাবে অস্ট্রেলিয়া দল ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে। (IND vs AUS 2023)

তিনি মনে করেন, সিরিজে যদি কয়েকবার আগে ব্যাট করা সম্ভব হয় তাহলে রোহিত শর্মার দলের উপরে চাপ সৃষ্টি করতে পারবেন অজি ক্রিকেটাররা। তিনি বলেছেন,

“যে সব পিচে বল ভালো স্পিন করে সেখানে যদি আমাদের দল প্রথমে ব্যাট করতে পারে তাহলে স্কোরবোর্ডে বড় রান যোগ করা যাবে। ওই স্কোর ভারতের উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারবে। সফরে চার স্পিনার নিয়ে যাওয়া হয়েছে। ন্যাথন লিঁয় রয়েছে। ওরা অভিজ্ঞতা সম্পন্ন বোলার। তবে আমার মনে হয় না ভারতীয় ব্যাটাররা তাদের কাউকে বিশেষ সম্মান দেবে। ভারতীয় ব্যাটারদের ফুটওয়ার্ক অনেক ভালো। যথারীতি স্পিন ভালো খেলতে পারে।”

আরও পড়ুনঃ Asia Cup 2023 : পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না আসলে জাহান্নমে যাক ভারত, এমনই বিস্ফোরক মন্তব্য পাক তারকার

প্রসঙ্গত, ২০০৮ সালে নাগপুরে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭২ রানের জয় পায়। জনসন সেই সময়ে ব্রেট লির পাশাপাশি অস্ট্রেলিয়ার পেস আক্রমণের নেতৃত্ব দেন। প্রাক্তন অজি জোরে বোলার শুধুমাত্র নাগপুর টেস্টে উইকেট পান। তবে, তার তৎকালীন সতীর্থ জেসন ক্রেজা ১২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে সেরা হন। (IND vs AUS 2023)

সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে জনসন বলেন, (IND vs AUS 2023)

“এই সপ্তাহে ২০০৮ সালের পর নাগপুরে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। ওখানে জেসন ক্রেজা ১২ উইকেট নেন। এখানে বল খুব বেশি সুইংও হবে না। পেসারদের জন্য কাজটা এখানে খুব কঠিন। ন্যাথনের উচিত খুব ধৈর্য ধরে বুদ্ধিমানের মত বল করা।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : রাহুল নাকি শুভমান, কাকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের ওপেনিং জুটি হিসেবে বেছে নিলেন হরভজন ? জানুন বিস্তারিত