IND vs AUS 2023 : নাগপুরে জোরকদমে অসি বধের প্রস্তুতি সারছে ভারত, দেখুন ভিডিও 

0
18
IND vs AUS 2023 Indian cricket team has started practicing for the upcoming Border Gavaskar Trophy
IND vs AUS 2023 Indian cricket team has started practicing for the upcoming Border Gavaskar Trophy

IND vs AUS 2023 – আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফির জন্যে জোরকদমে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। ৯ ই ফেব্রুয়ারি নাগপুরে শুরু হচ্ছে ভারত – অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ।‌

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও ছাড়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে জোর কদমে প্রস্তুতি নিতে দেখা গেছে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : লিয়ঁ কে সামাল দিতে দলে বাড়তি স্পিনার নিলো ভারত, যোগ দিলেন এই তারকা স্পিনার

দলের প্রস্তুতির বিষয় ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন বেশ ভালো প্রস্তুতি নিচ্ছেন তারা আসন্ন এই সিরিজের জন্যে। তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“গত কয়েক দিন বেশ ভালো প্রস্তুতি নিয়েছি আমরা।

বেশ কয়েকটা দীর্ঘ সময়ের জন্য ট্রেনিং সেশন নিয়েছি। আমার কোচ হিসেবে এই ব‍্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ প্রচুর ক্রিকেট খেলার ফলে অনেক সময় এতো দীর্ঘমেয়াদী প্রস্তুতি সারা সম্ভব হয়না। (IND vs AUS 2023)

এখন আর শিবির আয়োজন করে প্লেয়ারদের লম্বা সময়ের জন্যে প্রস্তুতি সারা সম্ভব হয়না। দলের কোচ হিসেবে এই সুযোগটা পেয়েও আমার ভীষণ ভালো লাগছে।”

নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বিরতির পর বিরাট কোহলি, কে এল রাহুল এবং রোহিত শর্মাকে ফের খেলতে দেখা যাবে দেশের হয়ে আসন্ন এই টেস্ট সিরিজে। এশিয়া কাপ ২০২২ এরপর একটা দীর্ঘ বিরতি বাদে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করছেন রবীন্দ্র জাদেজা।

নিঃসন্দেহে একটা দারুণ টানটান উত্তেজনায় ভরপুর একটা সিরিজ দেখতে চলেছি আমরা।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : টেনিস র‍্যাকেট নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন অসি স্পিনার নাথান লিয়ঁ, দেখুন ভিডিও