IND vs AUS 2023 : লিয়ঁ কে সামাল দিতে দলে বাড়তি স্পিনার নিলো ভারত, যোগ দিলেন এই তারকা স্পিনার

0
20
IND vs AUS 2023 India took an extra spinner in the team to handle Nathan Lyon
IND vs AUS 2023 India took an extra spinner in the team to handle Nathan Lyon

IND vs AUS 2023 – নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে ভারতীয় শিবিরে ডেকে নেওয়া হলো দুই ভারতীয় স্পিনারকে। শিবিরে যোগ দেওয়া দুই ভারতীয় স্পিনার হলেন জয়ন্ত যাদব এবং পুলকিত নারাং। হরিয়ানার জয়ন্ত যাদবের দেশের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে, দিল্লির পুলকিত নারাং বর্তমানে খেলেন সার্ভিসেসের হয়ে। তাদের দুই জনের যোগদানে শক্তিশালী হলো ভারতের নেট বোলিং বিভাগ।

এর আগে সাই কিশোর, রাহুল চাহাল, ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার ছিলেন আগেই এরপর’ও আরও দুই জন নেটবোলার কে দলে নিয়েছে ভারতীয় শিবির। অর্থাৎ টেস্টে মোকাবেলার জন্যে জন্যে প্রস্তুতিতে কোনও প্রকার ফাক রাখতে চাইছে না ভারত। অতিরিক্ত অফস্পিনার নিয়ে ভারত অসি অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁ কে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। (IND vs AUS 2023)

এই চার ম‍্যাচের টেস্ট সিরিজের মধ্যে দিয়ে ২০২১-২৩ মরশুমের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের দুই ফাইনালিস্ট দল কারা হবে সেটা নির্ধারণ করা হবে। এক্ষেত্রে পিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিন আতঙ্ক ঘুরছে অসি শিবিরে

ভারতকে জুন মাসে ওভালে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ৩-১ অথবা ৪-০ ব‍্যবধানে জিততে হবে। অস্ট্রেলিয়া’কে ফাইনাল খেলতে হলে জিততে হবে একটি ম‍্যাচ। রোববার বিশ্রাম দেওয়া হয়েছে ভারতীয় শিবিরকে। এরপর নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে প্রাক্টিস করবে ভারত। এখানেই খেলা হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এর আগে এতোদিন নাগপুরের পুরোনো ভিসিএ স্টেডিয়ামে প্রাক্টিস করেছে টিম ইন্ডিয়া।

২০১৬-১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট ম্যাচ খেলেছিলো জয়ন্ত যাদব। পুণেতেও ওই ম‍্যাচের দুই ইনিংসে দুটো উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম‍্যাচে ভারত ৩৩ রানে হারলেও ভারত সিরিজে ২-১ ব‍্যবধানে জয় পায়। গতবছর মার্চ মাসে দেশের হয়ে এখনো অবধি শেষ টেস্ট ম‍্যাচ খেলেছিলো জয়ন্ত যাদব, নিউজিল্যান্ডের বিপক্ষে।

ভারতের বর্তমান স্পিন বিভাগে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প‍্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। সদ‍্য চোট সারিয়ে রঞ্জি ট্রফিতে প্রত‍্যাবর্তনে ৭ উইকেট তুলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস দিয়েছে তাকে এই ব‍্যাপারটা। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা আসছে টেস্টে ভারতের স্পিন দলের দায়িত্ব সামলাবে।

আরও পড়ুনঃ Gautam Gambhir : গৌতম গম্ভীরকে ৪ ফুটের রাজপাল যাদব বলে কটাক্ষ পাকিস্তান তারকার