IND vs AUS 2023 : ভারত নাকি অস্ট্রেলিয়া, WTC Final’এ জিতবে কোন দল ? জানুন কি বললেন প্রাক্তন অজি তারকা অ্যারন ফিঞ্চ

0
27
IND vs AUS 2023 : India or Australia, which team will win the WTC Final? Find out what former Aussie star Aaron Finch had to say
IND vs AUS 2023 : India or Australia, which team will win the WTC Final? Find out what former Aussie star Aaron Finch had to say

IND vs AUS 2023 – চলতি বছরের ৭ ই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।

গত বছর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল ভারতকে। তবে এবার সদ্য শ্রীলঙ্কাকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারিয়ে ভারতকে ফাইনালে এন্ট্রি পেতে সাহায্য করেছে নিউজিল্যান্ড। ভারত ও অস্ট্রেলিয়া বর্তমান সময়ের সেরা দুটি টেস্ট দল, এমন পরিস্থিতিতে তাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা দেখা যেতে পারে বলে সকলে মনে করছে। (IND vs AUS 2023)

প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলকে তিনটি ম্যাচ জিততেই হতো। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাত্র দুটি ম্যাচেই জিতেছিল ভারত। (IND vs AUS 2023)

ইন্দোরে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দুই দেশের সিরিজের শেষ ম্যাচটি ড্র হয়েছিল আহমেদাবাদে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড না জিতলে ভারতের সমস্যা বাড়তে পারতো। তবে সব প্রশ্নকে পিছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করছে রোহিতের ভারত ও স্মিথ-কামিন্সদের অস্ট্রেলিয়া।

অন্যদিকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি ইতিমধ্যে ওয়ানডে এবং টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, তবে এই বছর তিনি টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা করে দিয়েছেন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Team India : বুমরাহ দলে না থাকলে দলের কোনও যায় আসে না ! এমনই বিস্ফোরক মন্তব্য হার্দিক পান্ডিয়া’র

অ্যারন ফিঞ্চ সম্প্রতি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মুখ খুলেছেন। ফিঞ্চ বলেছেন, ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে আরও ভালো ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে।

এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অ্যারন ফিঞ্চ জানিয়েছেন, এই মুহূর্তে টেস্ট ফরম্যাটে ভারতের বোলিং খুবই শক্তিশালী। তিনি বর্তমানে মহম্মদ সিরাজকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে বর্ণনা করেছেন। (IND vs AUS 2023) তিনি বলেছেন,

“আমি জানি না হার্দিকের টেস্টে ফেরার পরিকল্পনা কী। কিন্তু মহম্মদ শামি, উমেশ যাদব এবং সিরাজের মতো বোলারদের দেখলে এই দলটিকে শক্তিশালী মনে হয়। গতবার ইংল্যান্ডে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। যে কারণে ফাইনালে ভারতের জেতার বড় সুযোগ রয়েছে বলে মনে করি।”

ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট মিস করা কামিন্সদের আবারও দলে ফিরে আসা বাদ দিয়ে, অস্ট্রেলিয়ার কাছ থেকে তিনি কী পরিবর্তন আশা করছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, (IND vs AUS 2023) ফিঞ্চ বলেন,

“তারা তিনজন স্পিনারে খেলবে না, এটা নিশ্চিত।”

আরও পড়ুনঃ Harbhajan Singh : চেন্নাইয়ের হয়ে খেলাকালীন নিজের জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন তিনি, এমনটাই জানালেন ভাজ্জি