IND vs AUS 2023 : রাহুল নাকি শুভমান, কাকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিতের ওপেনিং জুটি হিসেবে বেছে নিলেন হরভজন ? জানুন বিস্তারিত

0
16
IND vs AUS 2023 : 'If India wants to win this series'... - Harbhajan Singh makes big selection call ahead of 1st Test vs Australia
IND vs AUS 2023 : 'If India wants to win this series'... - Harbhajan Singh makes big selection call ahead of 1st Test vs Australia

বর্তমানে ক্রিকেটের প্রায় সমস্ত ফরম্যাটে শুভমন গিলের দ্রুত উত্থান ভারতীয় দলে (IND vs AUS 2023)  ওপেনার হিসেবে কেএল রাহুলের জায়গা বেশ নড়বড়ে করে দিয়েছে।

তবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সহ-অধিনায়ক, আসছে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেন করবেন কিনা, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। কারণ এখন শুভমন গিলও স্বপ্নের ফর্মে রয়েছেন। খেলার দীর্ঘতম এবং প্রাচীনতম ফর্ম্যাটে অস্ট্রলিয়ার বিরুদ্ধে মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা, আসছে  বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু করতে চলেছে ভারত। (IND vs AUS 2023)

বর্তমানে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আসন্ন টেস্ট সিরিজের আগে ওপেনারের বিতর্ক তুঙ্গে। কিংবদন্তি স্পিনার হরভজন সিং বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের দ্বিতীয় ওপেনাপ হিসেবে কেএল রাহুলের চেয়ে ফর্মে থাকা শুভমন গিলকেই বেছে নিয়েছেন। ইউটিউবে তার মতামত শেয়ার করে ভারতের প্রাক্তন তারকা স্পিনার ব্যাখ্যা করেছেন যে, কেনও রাহুলের পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে শুভমন গিলকে বেছে নেওয়া উচিত। (IND vs AUS 2023)

হরভজনের দাবি,

“ওপেনিং পার্টনারশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনও সিরিজে ওপেনাররা টোন সেট করে। আমার মতে, অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ওপেনার হওয়া উচিত রোহিত শর্মা এবং শুভমান গিলের। গিল যে ফর্মে আছে, একেবারে অন্য স্তরে আছে ও। যদিও কেএল রাহুল একজন শীর্ষ স্থানীয় খেলোয়াড়, তবে ওর পরিসংখ্যান (২০২২ সালের সমস্ত ফর্ম্যাট জুড়ে) এই মুহুর্তে ভালো নয়। যেখানে গিল ওর জীবনের সেরা ফর্মে আছে। সম্প্রতি ও একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।”

এই বক্তব্যের সঙ্গে শুভমন গিলের ব্যাটিং পরিসংখ্যানেরও উল্লেখ করেছেন হরভজন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওপেনার শুভমন গিল খেলার সমস্ত ফর্ম্যাটে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় হয়েছেন। (IND vs AUS 2023) ভাজ্জি বলছিলেন,

“টিম ইন্ডিয়া যদি এই টেস্ট সিরিজ জিততে চায়, তা হলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করা উচিত শুভমন গিলের।”

আরও পড়ুনঃ Ravindra Jadeja : গতবছর বিশ্বকাপ খেলতে না পারার অনুভূতির কথা জানালেন জাদেজা, বললেন….

প্রাক্তন ভারতীয় স্পিনার আরও জোর আরও যোগ করেছেন, (IND vs AUS 2023)

“আমি মনে করি, এত বেশি রান করার পরে ও শুধু একটি ম্যাচের জন্য ভারতীয় একাদশে জায়গা পাবে, এমনটা যেন না হয়। পুরো সিরিজেই ওকে দলে রাখা উচিত। যদি ও নিজের ছন্দে এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলে, গিল ভারতের হয়ে প্রচুর রান করবে। তাই আমি আশা করি, ও পুরো সিরিজ খেলবে।”

তিন ফরম্যাটেই সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় ওপেনার শুভমন গিল ভারতের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন। ২৩ বছরের তারকার ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। শুভমন গিল টেস্ট ক্রিকেটে ৩২.০ গড়ে ৭৩৬ রান করেছেন। বৃহস্পতিবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কোন দল জিতবে আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন