IND vs AUS 2023 – এই মুহুর্তে গোটা ভারত ‘পাঠান’ জ্বরে আক্রান্ত। একের পর এক বক্সঅফিসের রেকর্ড ভেঙে চলেছে শাহরুখ খান অভিনীত এই ব্লকবাস্টার মুভি। শাহরুখ খানের কামব্যাক মুভির মহিমা এখন চতুর্দিকে। দেশ পেড়িয়ে তার ঢেউ আছড়ে পড়েছে বিদেশে। বিনোদন জগত তো ছিলোই, এবার ক্রিকেট জগত’ও শাহরুখের মহিমার থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেনা। আইসল্যান্ডেও শাহরুখের জনপ্রিয়তা রেশ ছড়িয়ে পড়েছে। তার প্রমাণ আইসল্যান্ড ক্রিকেট সংস্থার তরফে করা ট্যুইট।
গোটা বিশ্ব ক্রিকেট নিয়ে বেশ বেশ মজার মজার ট্যুইট করা নিয়ে খুবই জনপ্রিয় আইসল্যান্ডের ট্যুইটার হ্যান্ডেল। এবার তাদের তরফে ‘পাঠান’ দেখার পর বিশেষ ট্যুইট করতে দেখা গেছে। (IND vs AUS 2023)
সেই ট্যুইটে দাবী করা হয়েছে ভারতের ক্রিকেট দলের প্রথম একাদশে পাঠান কে দলে নেওয়া উচিত, যে চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। কারণ পাঠান একাধিক অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারেন বলেই মত তাদের, এরমধ্যে রয়েছে ১০০ টা ডিআরএস থেকে নিজেকে বাঁচানো। এমনকি আসন্ন ভারত – অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে মন্তব্য করতে দেখা গেছে, তাদের দাবি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কূটনৈতিক বুদ্ধি দারুণ সামাল দিতে পারবেন পাঠান যদি তাকে খেলার জন্যে দলে নেওয়া হয়। (IND vs AUS 2023)
“সম্প্রতি আমাদের মধ্যে অনেকেই রেইকজাভিকের বাও পারাদিস সিনেমা হলে পাঠান দেখতে গেছিলো। ভারতের উচিত ছবির মূলচরিত্রকে দলে নেওয়ার। উনি ১০০ টা ডিআরএস সামাল দিতে পারবেন, এছাড়া সামাল দিতে পারবেন আহমেদাবাদের স্পিনিং উইকেট। এছাড়া সামাল দেবে অস্ট্রেলিয়ার সমস্ত বিষাক্ত আক্রমণকে।” – এমনটাই ট্যুইট করা হয়েছে। (IND vs AUS 2023)
Many of us just watched a film called Pathaan at the Bíó Paradís cinema in Reykjavík. India should pick the main character. He could survive at least 100 DRS appeals and handle the spinning wickets of Ahmedabad, plus all the toxic ammunition fired by the pesky Aussies.
— Iceland Cricket (@icelandcricket) February 5, 2023
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনি ভারতের সর্বকালের কিংবদন্তি ক্রিকেটার, মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
দীর্ঘ চার বছর পর এই ছবির মধ্যে দিয়ে বড়ো পর্দায় প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান এবং প্রত্যাবর্তনে বক্স অফিসে ঝড় তুলেছেন তিনি। গোটা বিশ্বব্যাপী ইতিমধ্যে আটশো কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। সম্প্রতি প্রথম বলিউড ছবি হিসেবে ভারতের প্রথম ৪০০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে এই ছবি। ভেঙে দিয়েছে আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবির ভারতের মাটিতে সবচেয়ে বেশী ব্যবসা করার রেকর্ড।
আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হবে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
IND vs AUS 2023 Test Series Schedule :
IND vs AUS 1st Test: February 9-13 in Nagpur
IND vs AUS 2ndTest: February 17-21 in Delhi
IND vs AUS 3rd Test: March 1-5 in Dharamshala
IND vs AUS 4th Test: March 9-13 in Ahmedabad
আরও পড়ুনঃ R Sridhar : নতুন কোচিং দায়িত্বে আসার পর নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ব্যক্ত করলেন আর শ্রীধর