IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফির সম্ভাব্য জয়ী দল বাছতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন প্রাক্তন অসি তারকা

0
15
IND vs AUS 2023 : Ian Healy Predicts Winner of Border Gavaskar Trophy Between India and Australia As Per Pitch Conditions
IND vs AUS 2023 : Ian Healy Predicts Winner of Border Gavaskar Trophy Between India and Australia As Per Pitch Conditions

IND vs AUS 2023 – নাগপুরে ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে বর্ডার – গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। ঘরের মাঠে ভারত অস্ট্রেলিয়ার উপর দাপট অব‍্যাহত রাখবে এমনটাই প্রত‍্যাশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ তিনটে টেস্ট সিরিজ জিতেছে ভারত, এরমধ্যে দুটো সিরিজ অস্ট্রেলিয়ার ঘরের মাঠে। এবার ফের রোহিত শর্মা নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার উপর দাপট বজায় রাখার চেষ্টা চালাবে।

২০২৩ সালের বর্ডার গাভাস্কার ট্রফি বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ ভারতের কাছে। সিরিজ জিতলে বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার সম্ভাবনা আছে, তার পাশাপাশি চার ম‍্যাচের টেস্ট সিরিজের তিনটি ম‍্যাচ জিতলে টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালের খেলার হাতছানি রয়েছে ভারতের কাছে। (IND vs AUS 2023)

তবে কোনও রকম বিরুপ ফলাফল এলে মারাত্মক চাপে পড়বে ভারতীয় ক্রিকেট দল। তবে ঘরের মাঠে এই সিরিজ খেলবে ভারত, তাই এই সিরিজে দাপট দেখাবে টিম ইন্ডিয়া, সেটাই প্রত‍্যাশা করা হচ্ছে। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এখনো অবধি ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ১৯ বছরে কোনও টেস্ট সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। তাই স্বাভাবিক ভাবেই ভারতের টেস্ট সিরিজ জয় খুবই চ‍্যালেঞ্জিং একটা বিষয় হতে চলেছে অস্ট্রেলিয়ার কাছে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Joginder Sharma : অবসর নিলেন ভারতের প্রথম টি ২০ বিশ্বকাপ জয়ী দলের নায়ক যোগিন্দর শর্মা 

বহু চর্চিত এই টেস্ট সিরিজ শুরুর আগে সংশ্লিষ্ট সিরিজের জয়ী দলকে বাছাই করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব‍্যাটার ইয়ান হিলি। তার বক্তব্য যদি ফেয়ার পিচ বানায় ভারত, তাহলে অস্ট্রেলিয়া জিতবে, র‍্যাঙ্ক টার্নার বানালে জিতবে। (IND vs AUS 2023)

“আমার মতে একদম ভারতের মতো পিচ হলে, যেটা সবসময় ব‍্যাটিং সহায়ক হয়, যেখানে পরের দিকে স্পিন কার্যকর ভুমিকা নেয়, তাহলে অস্ট্রেলিয়া জিতবে। আমার চিন্তা হচ্ছে স্টার্ক এবং লিয়ঁ কে নিয়ে কারণ আমি শেষ বার টেস্টে যা পিচ দেখেছি ভারতে, সেটা একদম অন‍্যায‍্য মনে হয়েছিল আমার, বল আচমকা লাফাচ্ছে, প্রথম দিন থেকেই স্লাইড করছে, ওরকম হলে ভারত জিতবে, কারণ ভারত অমন পরিস্থিতিতে আমাদের থেকে ভালো খেলে।” – SENQ Breakfast এ এমনটাই বলেছেন ইয়ান হিলি।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পন্তের অবর্তমানে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের তুরুপের তাসকে চেনালেন অশ্বিন