IND vs AUS 2023 : আসল অশ্বিনের সাথে দেখা করলেন নকল অশ্বিন, নিলেন আশীর্বাদ

0
19
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "I touched his feet and...:" Mahesh Pithiya, roped in by Australia to counter spin, on meeting 'idol' R Ashwin

IND vs AUS 2023 – এই মুহূর্তে খবরের শিরোনামে আছেন মহেশ পিঠিয়া। বরোদার এই বোলার এখন ভীষণ জনপ্রিয় ‘নকল অশ্বিন’ নামে। এই মুহূর্তে তার বোলিং খেলে অশ্বিনকে সামাল দেওয়ার প্রস্তুতি সারছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দল।

এখনো পর্যন্ত মাত্র চারটি প্রথম শ্রেণীর ম‍্যাচ খেলেছিলেন মহেশ। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেট দল তাকে নেট বোলার হিসেবে দলে নেওয়ার পর থেকে জীবনটাই বদলে গেছে মহেশের। (IND vs AUS 2023)

নেটে একপাশে দাড়িয়ে নিজের আইডল অশ্বিনের বোলিং খুটিয়ে দেখতেন মহেশ। PTI কে সাক্ষাৎকারে বলেছেন নেটে স্টিভ স্মিথকে ৫-৬ বার আউট করেছেন। (IND vs AUS 2023)

অশ্বিনের সাথে দেখা করার অভিজ্ঞতা জানাতে বললে মহেশ খানিকটা আবেগঘন হয়ে পড়েন। ২১ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন,

“আজ আমি আমার আদর্শের থেকে আশীর্বাদ পেয়েছি। আমি সব সময় ওনার মতো বোলিং করতে চাই। আমি যখন ওখানে ছিলাম, তখন উনি নেটে প্রাক্টিসে আসছেন। অশ্বিন আসতে ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নি।উনি আমাকে জড়িয়ে ধরেন, এবং জানতে চান কি ধরনের বোলিং আমি করছি অস্ট্রেলিয়ার ব‍্যাটারদের। বিরাট কোহলি আমাকে দেখে হেসেছে, এবং থাম্বস আপ দেখিয়েছেন।”

আরও পড়ুনঃ Hardik Pandya : দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে খেলা উচিত হার্দিক পান্ডিয়ার, মত প্রাক্তন সাউথ আফ্রিকার তারকার

৯ ই ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হতে চলা বর্ডার – গাভাস্কার ট্রফির জন্যে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেনা প‍্যাট কামিন্স নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার টেস্ট দল। উপমহাদেশের পিচে ভারতের স্পিনারদের সামাল দেওয়াটাই এখন ভীষণ চিন্তার একটা বিষয় হয়ে দাড়িয়েছে অস্ট্রেলিয়ার ব‌্যাটারদের। রবিচন্দ্রন অশ্বিনের স্পিন সামাল দিতে তাই মহেশ পিঠিয়াকে নিয়োগ করেছে অসি ব্রিগেড।

ভারতের শেষ দুই টেস্ট সফরে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স খুব একটা ইতিবাচক নয়। বরং সেই দুটো টেস্ট সিরিজ ভুলতে চাইবে তারা। ২০১৩ সালে ৪-০ ব‍্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অসিরা এরপর চারবছর বাদে তারা টেস্ট সিরিজ হারে ২-১ ব‍্যবধানে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে সাইবাবার মন্দির দর্শনে এসে খুদে ভক্তের ইচ্ছা পূরণ করলেন রাহুল, দেখুন ভিডিও