
IND vs AUS 2023 – ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে আর পিছনে ফিরে দেখতে হয়নি ভারতের তারকা ব্যাটার সূর্য কুমার যাদবকে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার এবং বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার সূর্য কুমার যাদব।
মুম্বাইয়ের এই ক্রিকেটার গতবছর ৩১ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেখানে ৪৬.৫৬ গড়ে ১১৬৪ রান করেছেন। আছে দুটি সেঞ্চুরি এবং নয়টা হাফ সেঞ্চুরি। (IND vs AUS 2023)
সূর্য কে ক্রিকেটার হিসেবে খুব কাছাকাছি থেকে দেখছেন প্রাক্তন মুম্বাইয়ের কোচ সুলক্ষণ কূলকার্নি। সুলক্ষণ বলেছেন সূর্যের ব্যাটিং ভীষণ উপভোগ করেন তিনি। তার বক্তব্য, (IND vs AUS 2023)
“দীলিপ বেঙ্গসরকরের কাছে সূর্যের বিষয় প্রথম শুনি আমি। সূর্য প্রথমে দাদার ইউনিয়ন স্পোর্টস ক্লাবে খেলতো। আমি ওর ব্যাটিং মুম্বাইয়ের হয়ে অনূর্ধ ২২ এর একটি ম্যাচে দেখেছিলাম। ২০১১ সালে যখন মুম্বাইয়ের কোচ হলাম, তখন আমি টিম ম্যানেজমেন্ট কে আগেই বলেছিলাম সূর্য কুমার যাদব আমার এই দলে আজাদ পাখি হয়ে ঘুরবে। ওর যেখানে খুশি সেই পজিশনে খেলবে, এবিষয় কারোর ওকে কিছু বলার নেই।” (IND vs AUS 2023)
কূলকার্নির মতে তিনি সূর্য কুমার যাদবের ব্যাটিংয়ের মধ্যে কিংবদন্তি ভারতের অলরাউন্ডার কপিল দেবের ব্যাটিংয়ের ছায়া খুঁজে পান। তার মতে যেকোনো ম্যাচের রং একা হাতে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সূর্য। তার বক্তব্য,
“আমি ওকে ওর সাধারণ খেলাটা খেলার লাইসেন্স দিয়েছিলাম, কারণ সূর্য কুমার যাদবের মধ্যে আমি কপিল দেবের ছাঁয়া খুঁজে পেয়েছিলাম আমি। সেরা ছন্দে কপিল দেবকে ব্যাট করতে দেখার মজাই আলাদা ছিলো। সূর্য কুমার যাদব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে দেখা যায় সব সময়। আমি চাই ও এই রকম খেলাটা চালিয়ে যাক। আমি সবসময় বিশ্বাস করি প্রতিটা দলেই একজন বেপরোয়া ক্রিকেটারের প্রয়োজন, যিনি যেকোনো সময় খেলার রং বদলে দিতে পারে। আমার মতে সূর্য কুমার যাদব সেই রকম একজন ক্রিকেটার।”
২০২৩ সালেও বেশ ভালো ছন্দে আছেন সূর্য কুমার যাদব। এই বছর এখনো অবধি ২৬৭ রান করেছেন তিনি তিন ফর্ম্যাটে। একটা সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছিলেন।
বর্তমানে সূর্য কুমার যাদব ভারতীয় ক্রিকেট দলের সাথে নাগপুরে বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন, আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই ম্যাচ।
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনি ভারতের সর্বকালের কিংবদন্তি ক্রিকেটার, মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়