IND vs AUS 2023 : দল যা দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল

0
20
IND vs AUS 2023 :
IND vs AUS 2023 : "I am more than happy to do that" - KL Rahul tight-lipped about India's middle-order muddle ahead of BGT

IND vs AUS 2023 – আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে শুভমান গিলের সাথে ওপেন করার ইঙ্গিত দিলেন ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল। বৃহস্পতিবার নাগপুরে শুরু হচ্ছে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ।

আর হাতে দিন দুয়েক বাকি আছে সিরিজ শুরুর এরমধ্যে দলের মিডল অর্ডার নির্ধারণ করাটাই অন‍্যতম চ‍্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের কাছে। সূর্য কুমার যাদব, ইশান কিষাণ এবং কে এস ভারতের মতো তারকা সব ক্রিকেটারেরা এখন দলে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে। আবার অনেকে রাহুল এবং গিলকে দলের মিডল অর্ডার সামলাতে দেখলেও অবাক হবেন না বলে জানিয়েছেন। (IND vs AUS 2023)

“যদি আমাকে দলের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে দেওয়া হয়, তাহলে সেটা পালন করতে কোনও সমস্যা নেই আমার। এতোদিন যতোটুকু ক্রিকেট খেলেছি আমি দেশের হয়ে, সব সময় দল আমাকে যে দায়িত্ব পালন করার কথা বলেছে, চেষ্টা করেছি, সেই দায়িত্ব গুলো পালন করতে। আমি সব সময় নিজেকে এমন ভাবেই প্রস্তুত করি। সব সময় দলের ভালো হয় কিসে, সেই চেষ্টা করি। তাই আমাকে এবারও দল যে দায়িত্বটা দেবে সেটা পালন করার চেষ্টা করবো।” – মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই বলেছেন কে এল রাহুল। (IND vs AUS 2023)

মজার বিষয় হলো রাহুল তার প্রথম টেস্ট ইনিংস ২০১৩- ১৪ মরশুমের বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলেছিলেন অস্ট্রেলিয়ায়। সেই বার ছয় নম্বর স্থানে ব‍্যাট করেছিলেন তিনি। তিরিশ বছর বয়সী এই ভারতীয় ব‍্যাটার ইতিমধ্যে ভারতের একজন নির্ভরযোগ্য মিডল অর্ডার ব‍্যাটার হয়ে উঠেছেন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে টেস্টে রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করলো পাকিস্তানি তারকা

এখনও দূর্ঘটনার জেরে পাওয়া চোট সারিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে ঋষভ পন্তের। চোটের জন্যে প্রথম টেস্ট ম্যাচ মিস করবেন শ্রেয়স আইয়ার। তাহলে কি শুভমান গিল এবং রাহুল ওপেন করবেন প্রথম টেস্টে, সেই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন,

আমরা এখনও দলের প্রথম একাদশ ঠিক করিনি। খেলা শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। তবে এটুকু বলতে পারি যে খুব কঠিন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। দলের প্রায় প্রত‍্যেকেই খুব ভালো খেলছে, জায়গা পাওয়ার সুযোগ কম। তাই প্রতিনিয়ত ম‍্যানেজমেন্ট আলোচনা চালাচ্ছে কে খেলবে আর কে বাদ যাবে। খেলার প্রথম দিনেও স্পষ্ট হয়ে যাবে কে কোন দায়িত্ব পেতে চলেছে।”

অর্থাৎ কোচ রাহুল দ্রাবিড়কে সিদ্ধান্ত নিতে হবে উইকেট কিপার হিসেবে ইশান কিষাণ এবং কে এস ভারতের মধ্যে কাকে তিনি উইকেট কিপার হিসেবে বেছে নেবেন। অনেকেই কিষাণকে ভারতের টেস্ট দলের উইকেট কিপার হিসেবে পন্তের বিকল্প হিসেবে দেখছেন, অন‍্যদিকে ইদানিং সময় ভারতের উইকেট কিপিং স্কিল ভীষণ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মিয়াঁদাদ’কে মোক্ষম জবাব দিলেন ভেঙ্কটেশ প্রসাদ