
IND vs AUS 2023 – সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেও, একেবারেই নিখুঁত ক্রিকেট উপহার দিতে পারেনি রোহিত বাহিনী। দলের পারফরম্যান্সে ফাঁক-ফোকর থেকেই গিয়েছে। এই অবস্থায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজের দখল নিজেদের হাতে নিতে মরিয়া টিম ইন্ডিয়া।
সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম একাদশে ভারতকে রদবদল করতেই হবে। কেননা, ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচ থেকে সরে দাঁড়ানো রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে মাঠে ফিরবেন। হার্দিক পান্ডিয়ার হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফিরে পাবেন হিটম্যান। ফলে রোহিত প্রথম একাদশে ঢুকলে তার জন্য জায়গা ছাড়তে হবে কোনও এক ওপেনারকে। (IND vs AUS 2023)
এক্ষেত্রে ইশান কিষাণকেই সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসতে হবে। কেননা শুভমন গিল বর্তমানে যেরকম ফর্মে রয়েছেন, তাকে বসানোর সাহস দেখাবে না টিম ম্যানেজমেন্ট। (IND vs AUS 2023)
দ্বিতীয় ম্য়াচের প্রথম একাদশে ভারতের এই একটি মাত্র রদবদলের সম্ভাবনাই প্রবল। তবে পিচ নিতান্ত স্পিনারদের অনুকূল হলে শার্দুল ঠাকুরের বদলে ওয়াশিংটন সুন্দরকেও মাঠে নামাতে পারে টিম ইন্ডিয়া।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার। এছাড়া চোখ রাখা যাক দুদলের সম্ভাব্য একাদশে। (IND vs AUS 2023)
ভারতের সম্ভাব্য একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ওয়াশিংটন সুন্দর/উমরান মালিক, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:-
মিচেল মার্শ, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), মার্নাস ল্যাবুশান, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টাইনিস, মিচেল স্টার্ক, সিয়ান অ্যাবট ও অ্যাডাম জাম্পা।
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ:-
১৯ মার্চ, ২০২৩ (রবিবার)।
আরও পড়ুনঃ IRE vs IND 2023 : পরপর ২ বছর আয়ারল্যান্ড সফর ভারতের, ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই খেলবে টি-২০ সিরিজ
কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি:-
বিশাখাপত্তনমের ওয়াইএস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি এদেশে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাবে।
আরও পড়ুনঃ IRE vs IND 2023 : পরপর ২ বছর আয়ারল্যান্ড সফর ভারতের, ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই খেলবে টি-২০ সিরিজ