
IND vs AUS 2023 – অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৫ নম্বরে ব্যাট করা উচিত সূর্য কুমার যাদবের, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ব্যাটার সঞ্জয় মাঞ্জেরেকার। চোটের জেরে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না সূর্য কুমার যাদব। তাই নাগপুরে সূর্যের টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল।
অবশ্য বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই টেস্ট সিরিজের ভারতের মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন শুভমান গিল এবং কে এল রাহুল। আছেন বা হাতি ব্যাটার ইশান কিষাণ, তা ইদানিং সময়ের প্রথম শ্রেণীর ক্রিকেট রেকর্ড বেশ ভালো। (IND vs AUS 2023)
সূর্য কুমার যাদবের স্যুইপ শট খেলার সহজাত প্রতিভা অস্ট্রেলিয়ার স্পিনারদের ভীষণ সমস্যায় ফেলতে পারে বলে মনে করেন সঞ্জয় মাঞ্জেরেকার। ESPNCricinfo এর একটি আলোচনায় সঞ্জয় এবিষয় বলেছেন,
“আমার মনে হচ্ছে সূর্য এবং ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলতে চলেছে। সূর্যের ৭৯ টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। একটা অসাধারণ কেরিয়ারের সাক্ষী থাকছি আমরা। ও দীর্ঘ সময়ের জন্যে খেলবে এবার। সূর্য প্রথম টেস্ট ম্যাচে খেলবে, কারণ এই ভারতীয় দলে খুব বেশি একটা বিকল্প নেই। ৫০ ওভারে ম্যাচেও যদি এটা ভেবে ব্যাট করে যে আকাশে বল চালিয়ে খেলবেনা, তাহলেও দেখবেন ওর স্ট্রাইক রেটে একশোর কাছাকাছি। শুধুমাত্র লম্বা লম্বা ছয় হাকাতে পারে এমনটা নয়, তার পাশাপাশি ভালো স্যুইপ শট খেলতে পারে সূর্য কুমার যাদব, এর ফলে চাপে পড়ে যায় বিপক্ষের স্পিনাররা।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুর টেস্টে খেলার সম্ভাবনা নেই ক্যামেরুন গ্রীনের, ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ
৯ ই ফেব্রুয়ারি নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
India’s Test squad for the first two Tests against Australia : Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দল যা দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল