
IND vs AUS 2023 – বর্ডার গাভাস্কার ট্রফিতে চেনা মেজাজে ধরা দেবেন ডেভিড ওয়ার্নার, সেই বিষয় দারুণ আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড জানিয়েছেন প্রচুর পরিশ্রম করছেন ওয়ার্নার, ভারতের মাটিতে ভালো খেলার জন্যে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ডবল সেঞ্চুরি করা ছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনও ইনিংস নেই ওয়ার্নারের। তবুও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে তাকে রেখেছে অস্ট্রেলিয়া। উসমান খোয়াজার সাথে ওপেন করতে দেখা যাবে তাকে। (IND vs AUS 2023)
ভারত সফরে আসার আগে ওয়ার্নর বলেছিলেন খুব ক্লান্ত লাগছে তার। এবিষয় অস্ট্রেলিয়ার কোচের কাছে তার ব্যক্তিগত মতামত জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন টানা ক্রিকেট খেলার ফলে এমনটা হতেই পারে, তবে তিনি আশাবাদী আসছে টেস্ট সিরিজে ওয়ার্নারের ভালো পারফরম্যান্স দেওয়ার বিষয়। (IND vs AUS 2023)
“সূচীতে ঠাসা ক্রিকেট মরশুম, বিগ ড্যাশিং লিগ খেলে টেস্ট খেলতে আসা একটি খুবই চ্যালেঞ্জিং বিষয়। তবে প্রস্তুতি নিতে কোনও খামতি রাখিনি, তাই ভালো কিছু করে দেখানোর বিষয় আশাবাদী। ওয়ার্নার নিজেও ভারতের মাঠে টেস্টে ভালো কিছু করার জন্যে মুখিয়ে আছেন। ওর ভারতের মাঠে টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয়, এবার এটা বদলানোর চেষ্টা করবো।
তবে এই পড়ন্ত অবস্থাতেও যে পদ্ধতি মেনে এগোচ্ছেন ওয়ার্নার, সেটা ভাবনার মতো একটি বিষয়। স্পিনার, পেসার সবার বিরুদ্ধে ভালো খেলছে। আমার মনে হচ্ছে ভারতের বিপক্ষে চনমনে মেজাজেই ওয়ার্নারকে দেখতে পাবেন আপনারা।”
আরও পড়ুনঃ Shaheen Afridi : বিয়ে সারলেন শাহীন আফ্রিদি
⭐️ 100th Test match
— Melbourne Cricket Ground (@MCG) December 29, 2022
⭐️ Double-Century
⭐️ Player of the Match
What a match by David Warner! pic.twitter.com/Myti7WDSL4
ভারতের মাঠে খেলা আটটি টেস্ট ম্যাচে ২৪.২৫ গড়ে ব্যাট করেছেন ওয়ার্নার, করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। ২০১৭ সালে চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতে খেলতে এসে ১৯৩ রান করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ Dipa Karmakar : ডোপ নেওয়ার জন্য ২১ মাসের জন্য নির্বাসিত হলেন দীপা কর্মকার