IND vs AUS 2023 : পন্তের অবর্তমানে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের তুরুপের তাসকে চেনালেন অশ্বিন

0
646
IND vs AUS 2023 : “He is going to be a crucial player in Pant’s absence” - Ravichandran Ashwin picks India’s key batter for Border-Gavaskar Trophy
IND vs AUS 2023 : “He is going to be a crucial player in Pant’s absence” - Ravichandran Ashwin picks India’s key batter for Border-Gavaskar Trophy

IND vs AUS 2023 – ঋষভ পন্তের অবর্তমানে শ্রেয়স আইয়ার ভারতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হতে চলেছেন আসন্ন বর্ডার – গাভাস্কার ট্রফিতে। এমনটাই মনে করেন ভারতের অফ স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

৯ ই ফেব্রুয়ারি, নাগপুরে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত, পিঠে চোট পাওয়ায় সেই ম‍্যাচে খেলবেনা শ্রেয়স আইয়ার। এই একই কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি শ্রেয়স। ESPN Cricinfo এর রিপোর্ট অনুযায়ী চোট সারিয়ে উঠতে এখনও বেশ খানিকটা সময় লাগবে শ্রেয়স আইয়ারের। (IND vs AUS 2023)

মিডল অর্ডার এই ব‍্যাটার আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্ট ম‍্যাচে খেলবেন। টেস্ট দলে শ্রেয়স আইয়ারের গুরুত্ব ঠিক কতোখানি, বিশেষ করে ঋষভ পন্তের অবর্তমানে, এবিষয় নিজের YouTube চ‍্যানেলের ভিডিওতে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, (IND vs AUS 2023)

“শেষ কয়েক বছর ভারতের টেস্ট দলের দুই নির্ভরযোগ্য সদস্য শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্ত। এটাও বললেও ওর কম প্রশংসা করা হয়। আমাদের দলের মেরুদন্ড শ্রেয়স আইয়ার। পন্তের অবর্তমানে ব‍র্ডার গাভাস্কার ট্রফির অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হতে চলেছে ও।”

আরও পড়ুনঃ East Bengal : দলের সাফল্যের খোঁজে রাতের ঘুম উধাও হয়েছে ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্টানটাইনের

গতবছর শেষের দিকে গাড়ি দূর্ঘটনার জেরে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে ঋষভ পন্তকে। এর আগে  অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। (IND vs AUS 2023)

গত কয়েক মরশুম, ভারতের লাল বলের দলে সবচেয়ে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স দেওয়া ব‍্যাটার ঋষভ পন্ত। ৩৩ টা টেস্টে এই কিপার ব্যাটার ২২৭১ রান করেছেন ৪৩.৬৭ গড়ে। করেছেন ৫ টা সেঞ্চুরি এবং ১১ টা হাফ সেঞ্চুরি।

আরও পড়ুনঃ Prithvi Shaw : ইশান কিষাণকে বসিয়ে পৃথ্বী শাহকে টি টোয়েন্টি দলে নেওয়া উচিত বলে মনে করেন ইরফান পাঠান