IND vs AUS 2023 : স্মিথকে আউট করার ছক কষে রেখেছে ভারত, দাবী বিশ্বকাপ জয়ী ভারত তারকার

0
19
IND vs AUS 2023 : 'He Can Be Big Threat': Irfan Pathan Names Indian Bowler Who Can Challenge Steve Smith
IND vs AUS 2023 : 'He Can Be Big Threat': Irfan Pathan Names Indian Bowler Who Can Challenge Steve Smith

IND vs AUS 2023 – আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে স্টিভ স্মিথকে আউট করার পরিকল্পনা ইতিমধ্যে ভেবে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই মনে করেন ইরফান পাঠান‌। প্রাক্তন এই ভারতীয় অলরাউন্ডার মনে করেন আক্সার প‍্যাটেল অস্ট্রেলিয়ার ব‍্যাটারদের মারাত্মক সমস্যায় ফেলবেন এই আসন্ন সিরিজে।

আগামী ৯ ই ফেব্রুয়ারি, নাগপুরে রোহিত শর্মারা মুখোমুখি হবে প‍্যাট কামিন্সদের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে। এর আগের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে ২-১ ব‍্যবধানে হেরে গেছিলো অস্ট্রেলিয়া। এখন তার বদলা নিতে একপ্রকার মরিয়া স্টিভ স্মিথরা। (IND vs AUS 2023)

Star Sports এর ‘Game Plan’ শো তে ইরফান পাঠানের কাছে জানতে চাওয়া হয় স্টিভ স্মিথ কি চাপে ফেলবে ভারতকে এই আসন্ন সিরিজে, জবাবে পাঠান বলেছেন, (IND vs AUS 2023)

“এবিষয় কোনও সন্দেহ নেই। স্টিভ স্মিথ একজন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে নজর দিলে তার নাম থাকবে। এর আগেও ভারতের বোলারদের চাপে ফেলেছে। প্রচুর রান করেছে। সাইড বটম হ‍্যান্ডে ব‍্যাট করলেও, উইকেটের সামনে থেকে প্রচুর রান করেছে। অফসাইড হোক কিংবা লেগ সাইডে। ওকে থামাতে একটি গোছানো পরিকল্পনার প্রয়োজন আছে।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : পর্তুগালের বিশেষ সন্মানে সন্মানিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গতবার স্টিভ স্মিথকে আটকে দিতে বিশেষ পরিকল্পনা সেরেছিলো ভারত, এবারও তেমন কিছুর’ই একটা প্রয়োজন আছে। ইরফান পাঠান বলেছেন, (IND vs AUS 2023)

“আমার পাশে বসে আছে সঞ্জয় বাঙ্গার, গতবার অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজে দারুণ পরিকল্পনা সেরেছিলো। সেই বার অশ্বিন মিড উইকেট এরিয়ায় ওকে আউট করেছিলো, এবারও তেমন কিছু পরিকল্পনার প্রয়োজন আছে।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বর্ডার – গাভাস্কার ট্রফি শুরুর আগে জিম চর্চা শুরু করলেন বিরাট কোহলি, দেখুন ভিডিও