
IND vs AUS 2023 – নাগপুরে ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন পাকিস্তানের লেগ স্পিনার দানীশ কানেরিয়া।
হাঁটুর চোটের জন্যে গত সেপ্টেম্বর মাস থেকে মাঠের বাইরে আছেন জাদেজা। এর ফলে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ মিস করেছিলেন, কারণ চোট সারাতে সময় লেগেছে তার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সৌরাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন তিনি। (IND vs AUS 2023)
অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে এমন গুরুত্বপূর্ণ একটা টেস্ট সিরিজে যখন সকল ভারতের ক্রিকেট ফ্যানেরা রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে খেলতে দেখার জন্যে মুখিয়ে আছেন, এমন সময় পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানীশ কানেরিয়া বলেছেন এখনই রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে ফেরানোর বিষয় কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। তিনি বলেছেন, (IND vs AUS 2023)
“আমার সন্দেহ আছে রবীন্দ্র জাদেজা আদৌও প্রথম টেস্ট ম্যাচে খেলবেন কিনা, দীর্ঘ মেয়াদী একটা চোট সারিয়ে ও জাতীয় দলে প্রত্যাবর্তন করেছে, ওর পুরোপুরি ফিটনেস ফিরে পেতে এখনো খানিকটা সময় লাগবে। তাড়াহুড়ো না করে ওকে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলালে ভালো হবে।” (IND vs AUS 2023)
কে এল রাহুলকে উইকেট কিপার হিসেবে ভরসা করলে চলবেনা টিম ইন্ডিয়ার। এমনটাই মনে করেন দানীশ। বরং এক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য মনে করেছেন কে এস ভারতকে। পন্তের অবর্তমানে ভারতকে কেই এই পাক প্রাক্তনী যোগ্য পরিবর্ত উইকেট কিপার মনে করেছেন তিনি। বলেছেন,
“ভারতের একজন রেগুলার কিপার প্রয়োজন দলে। কারণ টেস্টে কে এল রাহুলকে কে দিয়ে কিপিং করিয়ে খুব বিশেষ একটি লাভবান হবেনা ভারত। এক্ষেত্রে ভারত ঋষভ পন্তকে ভীষণ মিস করবে এই সিরিজে। আমার মতে টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের মতো ক্রিকেটার আসেনি শেষ এক দশকে। পন্ত অনেকটা অ্যাডাম গিলক্রিস্টের মতো একার হাতে খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।”
আরও পড়ুনঃ Asia Cup 2023 : ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মিয়াঁদাদ’কে মোক্ষম জবাব দিলেন ভেঙ্কটেশ প্রসাদ
ভারত ঘরের মাঠে কখনও খেলার যোগ্য পিচ বানায়না। এমনটাই অভিযোগ তুলে এখন বিতর্কের শিরোনামে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ইয়ান হিলি। অবশ্য দানীশ কানেরিয়া মনে করেন প্রতিটি ক্রিকেট খেলিয়ে দেশের অধিকার আছে তাদের নিজেদের ঘরের মাঠে পছন্দ মাফিক পিচ বানানো। এবিষয় তার বক্তব্য,
“উপমহাদেশে অস্ট্রেলিয়া খেলতে আসলে প্রাক্তন ক্রিকেটারেরা এতো পিচ নিয়ে বক্তব্য রাখে কেনো। এই “ফেয়ারনেস” পিচের প্রসঙ্গ কোথাও যায় যখন অন্য কোনও দেশ তাদের দেশে খেলতে যায়। তখন কেনো তারা নিজেদের ঘরের মাঠে খেলার ফায়দা তোলে ? বিশ্বের প্রতিটি দলের অধিকার ঘরের মাঠে খেলা থাকাকালীণ নিজেদের পছন্দ মাফিক পিচ বানানো। এক্ষেত্রে বিপক্ষ দলের কথা মাথায় রাখা উচিত না।”
এখন দেশার বিষয় প্রথম টেস্টে ভারত র্যাঙ্ক টার্নার পিচ বানায় কিনা।
আরও পড়ুনঃ Lionel Messi : মেসির জার্সি উপহার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি