IND vs AUS 2023 : নাগপুর টেস্টে খেলার সম্ভাবনা নেই ক‍্যামেরুন গ্রীনের, ইঙ্গিত দিলেন স্টিভ স্মিথ

0
16
IND vs AUS 2023 Cameron Green is unlikely to play in the Nagpur Test, Steve Smith indicated
IND vs AUS 2023 Cameron Green is unlikely to play in the Nagpur Test, Steve Smith indicated

IND vs AUS 2023 – ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ক‍্যামেরুন গ্রীনের খেলার সম্ভাবনা কম, এমনটাই ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক স্টিভ স্মিথ। এই স্পিন বোলিং অলরাউন্ডারের আঙুলের চোট এখনও অবধি সেরে ওঠেনি, তার নেট সেশনে পেস বোলিং সামাল দিতে সমস্যা হচ্ছে বলেই জানিয়েছেন স্মিথ।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ব‍্যাটিং করা কালীণ আঙুলে চোট পেয়েছিলেন গ্রীন। নাগপুরে একা একা অনুশীলন করছেন গ্রীন, সেই খবর আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম‍্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার কোচ বলেছিলেন আঙুলের চোট যদি পুরোপুরি সেরে না ওঠে তাহলে গ্রীন ব্যাটার হিসেবে খেলতে পারেন। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দল যা দায়িত্ব দেবে তা পালন করতে প্রস্তুত ভারতের সহ অধিনায়ক কে এল রাহুল

মঙ্গলবার নাগপুরে ট্রেনিং সেশনের শেষে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন স্মিথ। তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“আমার মনে হয় গ্রীন এখনও ফাস্ট বোলিং খেলার পরিস্থিতিতে আসেনি। তাই আমার মনে হচ্ছে ওর প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নেই। ট্রেনিংয়ে ও কি করছে সেটাও জানি না। কারণ আমার ফোকাস থাকে আমার নিজের অনুশীলনের উপর।”

ক‍্যামেরুন গ্রীন না খেললে ম‍্যাট রেন শ টেস্টে ছয় নম্বর স্থানে ব্যাট করতে পারেন। ম‍্যাট ২০১৬/১৭ মরশুমে ভারত সফরে চারটি টেস্ট ম্যাচেই খেলেছিলেন। হ‍্যান্ডসকম্ব ভালো স্পিন খেলে, তিনিও সুযোগ পেতে পারেন। যদি রেনশ খেলেন, তাহলে অস্ট্রেলিয়ার টপ সাত অর্ডারে পাঁচজন বা হাতি কে খেলতে দেখা যেতে পারে।

নিঃসন্দেহে স্টিভ স্মিথের উইকেট ভীষণ মূলব‍্যান হতে চলেছে রোহিত শর্মার কাছে। আসন্ন এই টেস্ট সিরিজে এখনও অবধি ভারতের বিরুদ্ধে খেলা ছয়টি টেস্টে ষাটের গড়ে ব‍্যাট করেছেন স্টিভ স্মিথ। ২০১৬-১৭ ভারত সফরে ৪৯৯ রান করেছিলেন স্মিথ, সত্তরের অধিক গড়ে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে টেস্টে রবীন্দ্র জাদেজার খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করলো পাকিস্তানি তারকা