IND vs AUS 2023 – অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে নাগপুরে ভারতীয় ক্রিকেট দলের জন্য ৫ টি ট্রেনিং সেশনের ব্যবস্থা করেছে বিসিসিআই। ২ রা ফেব্রুয়ারি রোহিত শর্মারা উপস্থিত হবেন নাগপুরে। তারপর পাঁচদিন তারা প্রাক্টিস চালাবেন জোর কদমে।
এই পাঁচটি সেশনের মধ্যে যেকোনো দুটো অনুষ্ঠিত হবে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত হতে চলা প্রথম টেস্ট ম্যাচের মাঠে। এছাড়া ভারতীয় দলের প্রাক্টিসের জন্যে পুরোনো ভিসিএ’র মাঠে প্রাক্টিসের ব্যবস্থাপনা করেছে বিসিসিআই। (IND vs AUS 2023)
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সিনিয়র সদস্য জানিয়েছেন, (IND vs AUS 2023)
“রোহিত সহ ভারতের টেস্ট ক্রিকেট দলের বাদবাকি সদস্যরা সিরিজ শুরুর আগে নাগপুরে সবাই উপস্থিত হবেন। নাগপুরে রাহুল দ্রাবিড়ের তত্বাবধানে শিবির চালাবে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ হলেই দ্রাবিড় ভারতের টেস্ট ক্রিকেট দলের সাথে যোগদান করবেন। এটা মূলত ফিটনেস ক্যাম্প, তবে টেস্ট সিরিজ খেলার আগে এমন ধরনের প্রস্তুতি লাল বলের ক্রিকেট আরও ভালো খেলার সুযোগ করে দিতে পারে।”
নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দল টানা জোরকদমে টেস্টের প্রস্তুতি সারবে। বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে ভারতের জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মাঠে সেন্ট্রাল জোনের ম্যাচ, বিদর্ভ এবং উত্তরপ্রদেশের ম্যাচ খেলা হয়ে থাকে। এখনও অবধি ৯ টা টেস্ট ম্যাচ খেলা হবে এই মাঠে, শেষ টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ২০০৬ সালে।
এই মাঠে তিনটি ক্লোজড ডোর সিজেন সারবে ভারতীয় ক্রিকেট দল। এখন তেমন আন্তর্জাতিক ক্রিকেট এই মাঠে অনুষ্ঠিত না হলেও তবে খেলার মতো পরিস্থিতিতেই আছে। এছাড়া বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে আরও দুটো প্রাক্টিস সেশন করবে ভারত সেন্টার কোর্টে টেস্ট ম্যাচ শুরুর আগে। (IND vs AUS 2023)
Indian Team will have 5 training sessions in Nagpur ahead of 1st Test vs @CricketAus. First 2 days at Old Civil Lines (Closed door nets). Last 3 days at Jamtha with centre wicket training.#INDvAUS #BorderGavaskarTrophy
— Kushan Sarkar (@kushansarkar) January 30, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিন, আক্সারদের স্পিন সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে স্মিথরা, দেখুন ভিডিও
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ এখন সপ্তাহ খানেকের বিশ্রামে আছে। তারা সকলে আগে মুম্বাইতে এক হবেন, তারপর নাগপুরে রওনা দেবেন। ২ রা ফেব্রুয়ারি কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা যোগ দেবে ভারতীয় শিবিরে।
এই চার ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের অন্তর্ভুক্ত। শুরু ৯ ই ফেব্রুয়ারি থেকে চলবে মার্চের দ্বিতীয় সপ্তাহ জুড়ে।
India squad Australia Series : Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.
আরও পড়ুনঃ 2023 Odi World Cup : চাহাল নয়, বিশ্বকাপের দলে কূলদীপকে চান সুনীল